ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

নবাবগঞ্জে সরিষা চাষিদের মুখে হাসি

admin | আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০২২ - ০৭:৪০:১২ পিএম

এম এ সাজেদুল ইসলাম(সাগর), নবাবগঞ্জ,(দিনাজপুর) : শষ্যভান্ডার হিসেবে খ্যাত উত্তরের জেলা দিনাজপুর। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন নবাবগঞ্জের এলাকাজুড়ে হলুদের সমারোহ। সরিষার ফুলের মৌ মৌ গন্ধে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। সেখানে চারদিকে শুধু হলুদ আর হলুদ। চাহিদা ও ভালো দামের কারণে লাভজনক হওয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে সরিষার চাষ আবাদ। একই সঙ্গে ভোজ্যতেলের দাম বাড়ায় তেলের চাহিদা মেটাতে সরিষা চাষে ঝুঁকছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন ও দাম পাওয়ার বাড়তি আশা করছেন কৃষকরা।

তাদের চোখেমুখে এখন তৃপ্তির হাসি। তবে সরিষার চাষের এমন অবস্থা আগে ছিল না এখানে। আমন ধান কাটার পর বোরো ধান রোপণের আগ পর্যন্ত উপজেলার অধিকাংশ জমি পতিত থাকত। সরিষা চাষে তেমন ঝামেলা নেই। তেমন সেচও লাগে না। জমিতে বীজ লাগিয়ে দিলেই হয়। তুলনামূলক খরচ কম ও লাভজনক হওয়ায় পতিত জমিতে বাড়তি ফসল তুলতে সরিষার চাষাবাদে ঝুঁকছেন এখানকার কৃষকরা। কৃষকরা জানান, ভোজ্যতেলের দাম বাড়ায় পরিবারের তেলের চাহিদা  টাতেও সরিষা চাষে ঝুঁকে পড়েছেন কৃষকরা। গতবার ভালো
দাম পাওয়ায় সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। প্রতি বিঘাতে পাঁচ হাজার টাকা খরচ হয়। আর বিঘাপ্রতি ৫-৬ মন

সরিষা হয়। তাতে লাভ হয় ৭-৮ হাজার টাকা, যা দিয়ে বোরো চাষের সার ও পানির দাম দিতে পারেন তারা। গত বছর তিন হাজার টাকার ওপরে প্রতি মণ সরিষা বিক্রি হয়েছে। এবার আরও বেশি দাম পাওয়ার আশা কৃষকদের। নবাবগঞ্জ উপজেলার কৃষি অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, এ মৌসুমে নবাবগঞ্জ উপজেলাতে ৯৯০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রার নির্ধারন করা হলেও লক্ষমাত্রা ছাড়িয়ে এক হাজার ১০৫০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। তেলের আমদানি নির্ভরতা কমাতে সরিষার চাষাবাদ বাড়াতে কৃষকদের সব ধরনের পরামর্শ প্রদান করা হচ্ছে। বিনামূল্যে বীজ ও সার সহায়তা করা হয়েছে। সামনের দিনে সরিষার চাষাবাদ আরও সম্প্রসারিত হবে।

এতে করে কৃষকরা আরও লাভবান হবেন বলেও জানান তিনি। নবাবগঞ্জ উপজেলা কৃষি উপ-সহকারী মোঃ আমিনুল ইসলাম জানান, সরিষা অর্থকরী ও কম খরচে বেশী উৎপাদনশীল ফসল। সরিষা চাষিদের কৃষি অফিস থেকে সার্বিক পরামর্শের পাশাপাশি সরিষার বীজ সার সরবরাহ করা হয়েছে। । সকল সরিষা চাষীকে সুবিধার জন্য আমরা সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছি।

 

 

কিউটিভি/অনিমা/২রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৭

▎সর্বশেষ

ad