
এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আকস্মিক শিলাবৃষ্টি ও বজ্রপাতে কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে উপজেলার প্রান্তিক কৃষকরা পড়েছেন চরম বিপদে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে শুরু হওয়া হঠাৎ শিলাবৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় পাকা ধান, পাট, পোটল, বেগুন, ঝাল,পেপে, পান, কচুসহ বিভিন্ন প্রজাতির সবজি, তীলক্ষেতের জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এছাড়া বজ্রপাতে নারায়নপুর ইউনিয়নের কৃষক সাইফুল ইসলামের দুটি গরু এবং একই এলাকার আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা আব্দুল হান্নানের একটি গরু মারা গেছে বলে নিশ্চিত করেছেন নারায়নপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন। যার বাজারমূল্য প্রায়দুই লক্ষাধিক টাকা। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী কৃষকরা জানান, শিলাবৃষ্টির তীব্রতায় ক্ষেতের ধান ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে চৌগাছার হাকিমপুর, নারায়নপুর, সিংহঝুলী ও ফুলসারা ইউনিয়নের অধিকাংশ কৃষক এখন সব কিছু হারিয়ে নিস্ব হয়ে গেছেন।
নারায়নপুর গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন,”রক্তপানি করে উৎপাদিত ধান তুলতে যাচ্ছিলাম, এর মধ্যে শিলাবৃষ্টি সব শেষ করে দিল। আমার দুটি গরুও বজ্রপাতে মারা গেছে। এখন কীভাবে চলবো বুঝতে পারছি না।”এ বিষয়ে চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোসাব্বির হোসাইন বলেন, শিলাবৃষ্টি ও বজ্রপাতে কৃষকদের যে ক্ষতি হয়েছে তা খুবই দুঃখ জনক। ঘটনার পর আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছি। ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা করে দ্রুত প্রণোদনার আওতায় আনার চেষ্টা করা হবে।
এদিকে হঠাৎ এ দুর্যোগে কৃষকরা ক্ষতিপূরণ ও সুদ মুক্ত কৃষিঋণের দাবি জানিয়েছেন। ফসলের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকারের সহযোগিতা দ্রুত বাস্তবায়ন হবে এমনটাই প্রত্যাশা ক্ষতিগ্রস্থ কৃষকদের।
কিউটিভি/আয়শা/২৮ এপ্রিল ২০২৫,/রাত ৮:১২