ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

পরিবারের চাপে বার্সায় ফিরবেন মেসি!

admin | আপডেট: ১৬ জানুয়ারী ২০২২ - ০৯:১৩:২২ পিএম

স্পোর্টস ডেস্ক : গত গ্রীষ্মে পুরো ফুটবল বিশ্বকে অবাক করে দিয়ে বার্সেলোনা ছাড়েন লিওনেল মেসি। চোখের জলে কৈশোরের ক্লাবকে বিদায় বলে তিনি উড়াল দেন পিএসজিতে। কিন্তু প্যারিসে গিয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ডের খাপ খাওয়াতে সময় লেগে যায় অনেক। তবে তার পরিবারের অবস্থা আরও সঙিন। মেসিকে তার পরিবার নাকি ক্যাম্প ন্যুয়ে ফিরে যাওয়ার জন্য চাপ দিয়ে যাচ্ছে।

স্প্যানিশ ভাষার সংবাদমাধ্যম ‘এল ন্যাসিওনাল’ এমনটাই দাবি করেছে। তাদের প্রকাশিত সংবাদে বলা হয়েছে, মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো নাকি কাতালুনিয়ায় ফেরার ব্যাপারে মেসিকে বুঝিয়ে যাচ্ছেন। বিশেষ করে প্যারিসের আবহাওয়া এবং তাদের সন্তানদের রেখে আসা বন্ধুদের কারণেই রোকুজ্জো ফিরতে চাচ্ছেন বার্সেলোনায়। এদিকে বার্সার বর্তমান কোচ জাভি এবং দলের রাইট-ব্যাক দানি আলভেস মিলে তাদের সাবেক সতীর্থকে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছেন মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। তার মতে, বার্সা এবং তার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা মেসির সঙ্গে বেঈমানি করেছেন।  

কিছুদিন আগেই সপ্তম ব্যালন ডি’অর জেতা মেসি এখন পর্যন্ত পিএসজির জার্সিতে ১১টি লিগ ওয়ান ম্যাচ খেলে মাত্র ১ গোল করেছেন। যদি ল্যঁ প্যারিসিয়ানদের হয়ে চ্যাম্পিয়নস লিগে ৫ ম্যাচে ৫ গোল করেছেন তিনি। কিন্তু ফ্রান্সের শীর্ষ ঘরোয়া লিগে এখনও মানিয়ে নিতে পারেননি তিনি। আর এ কারণেই তার প্যারিস ছাড়ার গুঞ্জন ডালপালা মেলেছে। তবে পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ আছে ২০২৩ সাল পর্যন্ত। সেই সঙ্গে মেয়াদ আরও এক বছর বৃদ্ধির সুযোগও আছে। তবে আপাতত মেসি লড়াই করছেন করোনা ভাইরাসের সঙ্গে। করোনা জয় করলেও এখনও মাঠে নামার মতো ফিট হতে পারেননি তিনি।  

 

 

কিউটিভি/আয়শা/১৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:১৩

▎সর্বশেষ

ad