ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

সিঙ্গাপুরে টিকা না নিলে থাকবে না চাকরি

admin | আপডেট: ১৫ জানুয়ারী ২০২২ - ০৭:২৩:২৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মহামারী প্রতিরোধে টিকাদানের আওতা বাড়াতে নতুন নীতি কার্যকর করছে সিঙ্গাপুরে গঠিত উপদেষ্টা পরিষদ। এতে দেশটির বিভিন্ন খাতে কর্মরত যেসব কর্মী এখনও টিকা নেননি, তারা চাকরি খোয়ানোর ঝুঁকিতে আছেন। শনিবার (১৫ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, দেশটিতে এতদিন যেসব কর্মী নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ হিসেবে শনাক্ত হতেন, তাদের টিকা নিতে চাপ দেওয়া হতো না। কিন্তু শুক্রবার (১৪ জানুয়ারি) এই নীতিতে পরিবর্তন এনেছে দেশটির সরকার।

উপদেষ্টা পরিষদের বিবৃতিতে বলা হয়, যেসব কর্মী এখনও টিকার কোনো ডোজ নেননি তাদের কর্মস্থলে আসতে বাধা দেওয়া হবে। প্রাথমিকভাবে বলা হবে, বাড়িতে থেকে কাজ করতে। অন্যত্থায় তাদের চাকরিচ্যুত করা হবে। তবে স্বাস্থ্যগত কারণে যারা টিকা নিতে পারছেন না, তাদের ছাড় দেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সিঙ্গাপুরে এ পর্যন্ত মোট জনসংখ্যার ৮৭ শতাংশ টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন। আর টিকার তৃতীয় বা বুস্টার ডোজ নিয়েছেন মোট জনসংখ্যার অর্ধেক।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় সচিব রাহায়উ মাহজাম বলেন, সিঙ্গাপুরে এখনও টিকার কোনো ডোজ নেননি এমন মানুষের সংখ্যা অন্তত ৪৮ হাজার জন। যদি তাদের অর্ধেকও করোনায় আক্রান্ত হন, সেক্ষেত্রে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় চাপ সৃষ্টি হবে। আমরা দেশের সব মানুষকে টিকার আওতায় আনতে চাই।

 

 

কিউটিভি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২২

▎সর্বশেষ

ad