ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

সুপ্রিম কোর্টের ‘অনিয়ম-দুর্নীতি’ অনুসন্ধানে কমিটি

admin | আপডেট: ০৬ জানুয়ারী ২০২২ - ০৪:১৬:২১ পিএম

ডেস্ক নিউজ : সুপ্রিম কোর্টেরে উভয় বিভাগের অনিয়ম-দুর্নীতির অভিযোগ সংক্রান্ত ‘প্রাথমিক অনুসন্বধানে’ একটি কমিটি’ গঠন করা হয়েছে।প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নির্দেশে আজ বৃহস্পতিবার এ কমিটি করেছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান। কালের কণ্ঠকে তিনি বলেন, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অনিয়ম ও দুর্নীতি বিষয়ক অভিযোগ প্রাথমিক অনুসন্ধানের জন্য হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (সার্বিক)মো. আবদুর রহমান এবং ডেপুটি রেজিস্ট্রার (অর্থ ও উন্নয়ন) মো. মিজানুর রহমানের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

দায়িত্ব নেওয়ার সাতদিনের মাথায় এ কমিটি গঠন করে দিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সৈয়দ মাহমুদ হোসেনর অবসরে যাওয়ার পর গত ৩১ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন হাসান ফয়েজ সিদ্দিকী। এরপর প্রথা অনুযায়ী  গত ২ জানুয়ারি প্রথম কর্মদিবসে তাকে সংবর্ধনা জানানো হয়  অ্যাটর্নি জেনারেলের কার‌্যালয় ও  সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে। সে অনুষ্ঠানে বিচার বিভাগের দুর্নীতি নিয়ে  সংশ্লিষ্টদের সতর্ক করে নব নিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছিলেন, ‘দুর্নীতির ব্যপারে আমি কমপ্রোমাইজ করবো না। কোনো রকম দুর্নীতি হলে আমি সাথে সাথে স্টাফ, অফিসার যেই হোক না কেন সাসপেন্ড করব।’

প্রধান বিচারপতি আরো বলেছিলেন, বিচার কার‌্যক্রমের সংশ্লিষ্ট কসকলকে আমার এই অভিপ্রায় জানাতে চাই যে, `বিচার বিভাগে কোনো দুষ্ট ক্ষতকে আমরা ন্যূনতম প্রশ্রয় দিবো না। দুর্নীতি একটি ক্যন্সার। কোনো আঙুলে যদি ক্যান্সার হয় তার সর্বোত্তম পন্থা হচ্ছে আঙুলটি কেটে ফেলা। সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তির অধিকার কোনো অশুভ শক্তি বা গোষ্ঠীর কারণে ক্ষতিগ্রস্ত হোক তা কখনোই মেনে নেওয়া যায় না। অধস্তন আদালতে মামলা জট নিরসন, সচ্ছতা ও গতিশীলতা আনতে হাই কোর্টের বিচারককে প্রধান করে একটি ‘মনিটরিং সেল’ গঠনের কথা সেনি বলেছিলেন প্রধান বিচারপতি। 

 

 

কিউটিভি/আয়শা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৪

▎সর্বশেষ

ad