ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

বিদায়ী বছরে রেমিট্যান্সের নতুন রেকর্ড

admin | আপডেট: ০৩ জানুয়ারী ২০২২ - ০৫:২৫:৫৮ পিএম

ডেস্ক নিউজ :  বিদায়ী ২০২১ সালে দেশের ইতিহাসে একক বছরে সর্বোচ্চ রে‌মিট্যান্সের রেকর্ড হয়েছে। সদ্য সমাপ্ত বছরটিতে বৈধ উপায়ে অর্থাৎ ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ২ হাজার ২০৭ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৮৯ হাজার ৩৬৭ কো‌টি টাকার বেশি। তবে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স কমেছে প্রায় ২১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত মাসে (ডিসেম্বর) দেশে ১৬৪ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। এর আগে ২০২০ সালে একবছরে সর্বোচ্চ রে‌মিট্যান্স এসেছিল ২ হাজার ১৭৪ কোটি ডলার।

এদিকে, চলতি অর্থবছরের (২০২১-২২) প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স কমেছে ২৭০ কোটি ডলার বা ২০ দশমিক ৯১ শতাংশ। এ সময়ে এবার এক হাজার ২৩ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।

রেমিট্যান্স বাড়াতে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে ২ শতাংশ হারে প্রণোদনা দেয় সরকার। রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ায় তবে নতুন বছর থেকে এটি আরও বাড়ানো হয়েছে।

খাত সংশ্লিষ্টদের মতে, করোনাকালে দেশে রেমিট্যান্সের পরিমাণ বেশি আসার কারণ হলো অনেকে অনিশ্চয়তা থেকে জমানো টাকা দেশে পাঠিয়েছেন এবং এ সময় অবৈধ চ্যানেলগুলো বন্ধ থাকায় বাধ্য হয়ে সবাই ব্যাংকিং চ্যানেল ব্যবহার করেছেন।

কিউটিভি/অনিমা/৩রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৫

▎সর্বশেষ

ad