নতুন পে-স্কেলের দাবিতে উত্তাল নেত্রকোনা, ৩০ জানুয়ারির আলটিমেটাম সরকারি কর্মচারীদের

khurshed | আপডেট: ২৯ জানুয়ারী ২০২৬ - ০৩:২৬:৩৮ পিএম

শান্তা ইসলাম,জেলা প্রতিনিধি ,নেত্রকোনা : নবম জাতীয় পে-স্কেল ঘোষণার দাবিতে রাতজপথে নেমেছেন নেত্রকোনার সরকারি কর্মচারীরা। বুধবার (২৮ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক ও সদর উপজেলা চত্বর থেকে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীদের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন বেতন কাঠামোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।  সমাবেশে বক্তারা বলেন, গত এক দশক ধরে সরকারি কর্মচারীদের জন্য কোনো নতুন পে-স্কেল বা কার্যকর বেতন বৃদ্ধি হয়নি।

অথচ জীবনযাত্রার ব্যয় কয়েকগুণ বেড়েছে। স্বল্প বেতনে সংসার চালানো এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে একাধিকবার আশ্বাস দেওয়া হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন তারা। সমাবেশ থেকে ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতারা আগামী ৩০ জানুয়ারির মধ্যে নবম পে-স্কেল ঘোষণার আলটিমেটাম দেন।

দাবি পূরণ না হলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলাম, আল আমিন, রাসেল আহমেদ, পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দ। দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার (আগামীকাল) সকাল ১১টায় পূর্বঘোষিত কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

 

আয়শা/২৯ জানুয়ারী ২০২৬,/বিকাল ৩:১৪

▎সর্বশেষ

ad