একনেকে বাতিল ইউনিভার্সিটির নাম পরিবর্তন ও দুই প্রকল্প

Ayesha Siddika | আপডেট: ২৫ জানুয়ারী ২০২৬ - ০৯:২৪:২১ পিএম

ডেস্ক নিউজ : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উচ্চশিক্ষা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সভায় একটি ইউনিভার্সিটির নাম পরিবর্তন ও দুটি প্রকল্প অসমাপ্ত রেখেই সমাপ্ত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একনেক সভায় মোট ২৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১৪টি নতুন, ৬টি সংশোধিত এবং ৫টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস।
পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সভায় প্রকল্প দুটির ব্যয় সাশ্রয় এবং বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের এই প্রস্তাবনাগুলো অনুমোদিত হয়। সভায় জানানো হয়, বর্তমান প্রশাসনিক পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবেই এই নাম পরিবর্তন ও প্রকল্প বাতিল করা সংক্রান্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে।
‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি’র নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি’ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকাশ ও অবলোকন কেন্দ্র এবং খুলনা নভোথিয়েটার এই দুটি প্রকল্প অসমাপ্ত রেখেই বর্তমান অবস্থায় সমাপ্ত করার সিদ্ধান্ত দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
একনেক সভায় অনুমোদিত ২৫টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ৪৫ হাজার ১৯১ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ৮৮১ কোটি ৪০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৩২ হাজার ১৮ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ২৯১ কোটি ৭৮ লাখ টাকা পাওয়া যাবে।
পরিকল্পনা কমিশন জানায়, একনেকে অনুমোদিত উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে উত্তরের জনপদে উন্নত চিকিৎসার লক্ষ্যে ১০০০ শয্যাবিশিষ্ট ‘বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল’ স্থাপন। এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পটি।
এ ছাড়া যোগাযোগ খাতের উন্নয়নে চট্টগ্রামের লালখান বাজার থেকে শাহ-আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ (২য় সংশোধিত) এবং দোহাজারী-রামু-কক্সবাজার সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। যুব ও আইটি খাতের উন্নয়নে শিক্ষিত কর্মপ্রত্যাশীদের জন্য ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও স্কুল বহির্ভূত শিশুদের জন্য বিকল্প শিক্ষার সুযোগ তৈরির প্রকল্পে সায় দিয়েছে কমিটি।

 

 

আয়শা/২৫ জানুয়ারী ২০২৬,/রাত ৯:২০

▎সর্বশেষ

ad