
স্পোর্টস ডেস্ক : ভারতের বয়সভিত্তিক ক্রিকেটে বিরল এক ইনিংস খেললেন ব্যাটসম্যান রাজান দীপ। অনূর্ধ্ব-২৩ পর্যায়ের চার দিনের প্রতিযোগিতা কর্নেল সিকে নাইডু ট্রফিতে ৪৩টি চার ও ৭টি ছক্কার ঝড় তুলে অপরাজিত ৪০০ রান করেন এই ব্যাটসম্যান।
ঝাড়খণ্ডের হয়ে মেঘালয়ের বিপক্ষে গতকাল (শনিবার) ম্যাচের দ্বিতীয় দিনে টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ৪০০ রানের মাইলফলক ছুঁলেন তিনি। ঝাড়খণ্ডের দলীয় স্কোর ৩০ পেরোনোর আগেই প্যাভিলিয়নে ফিরে যান দুই ওপেনার।
এরপরই তৃতীয় উইকেটে নাকুল ইয়াদাভের সঙ্গে ২৭৬ রানের বিশাল জুটি গড়েন রাজান। নাকুল ১১৩ রানে আউট হলেও রানের চাকা ঘুরিয়ে যান তিনি। শেষ পর্যন্ত রাজান ৪০০ রান স্পর্শ করলে ইনিংস ঘোষণা করে ঝাড়খণ্ড। ৫ উইকেট হারিয়ে ঝাড়খণ্ডের স্কোর দাঁড়ায় ৭০০ রানে।
জবাবে মাত্র ৭৫ রান তুলতেই ৭ উইকেট হারায় মেঘালয়। তবে এই প্রতিযোগিতায় রেকর্ড সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এখনও ইয়াশভার্ধান দালালের দখলে। তিনি ২০২৪ সালের নভেম্বরে হরিয়ানার হয়ে মুম্বাইয়ের বিপক্ষে খেলেছিলেন অপরাজিত ৪২৮ রানের ইনিংস।
আয়শা/২৫ জানুয়ারী ২০২৬,/রাত ৯:৫৫






