
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়ের দিনেই নতুন করে আলোচনায় উঠে আসে সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার প্রসঙ্গ। দীর্ঘদিন ধরেই এই তারকা ক্রিকেটারের জাতীয় দলে খেলা নিয়ে নানা জটিলতা রয়েছে, যেগুলোর সবকিছু এখনও পুরোপুরি কাটেনি। এর মধ্যেই বিসিবির পক্ষ থেকে তাকে ফেরানোর উদ্যোগের কথা জানানো হয়েছে, যা ক্রিকেট অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
সাকিব আল হাসানকে দলে ফেরানোর বিষয়ে গত রাতে বোর্ডের অবস্থান তুলে ধরেন বোর্ড সভা শেষে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যাও দেন। একই সঙ্গে বোর্ড পরিচালক আসিফ আকবরও সাকিব ইস্যুতে বিসিবির দৃষ্টিভঙ্গি গণমাধ্যমকে জানান।
তবে এই উদ্যোগ নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ক্রিকেট বোর্ডের নেই। আমিনুল হক বলেন, ‘এটা (সাকিব আল হাসান ইস্যু সামনে আনা) তো রীতিমত স্টান্টবাজি (লোকদেখানো) আমি বলব। সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নিবে রাষ্ট্র। রাষ্ট্রের আইন যদি নিরপরাধ হয়, মামলাগুলো প্রত্যাহার করা হয় রাষ্ট্রীয়ভাবে তাহলে সাকিব আসবে তাতে কারও কোনো সমস্যা নেই। খেলোয়াড়কে আমি সম্মান দিতে চাই। সাকিবের মত একজন ক্রিকেটার খেলবে এটা আমিও চাই।’
এক সময়ের তারকা ফুটবলার আমিনুল আরও বলেন, ‘এখন তারা ক্রিকেট বোর্ড স্টান্টবাজি করে, আপনাদের ভাষ্য অনুযায়ী, প্রশ্ন করার আগেই সাকিবকে দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে (বলে ফেলেছে)। এই সিদ্ধান্ত ক্রিকেট বোর্ড নিতে পারে না। সাকিবের ইস্যুতে রাষ্ট্রীয় আইনের ব্যাপার। সেই আইন অমান্য করে ক্রিকেট বোর্ডের কোনো এখতিয়ার নাই সাকিবকে ফিরিয়ে আনার। সাকিব ফিরে আসুক আমরা অবশ্যই চাই, তবে রাষ্ট্রীয় আইনের মধ্যে থেকে সাকিবকে ফিরিয়ে আনতে হবে।’আমিনুলের এই বক্তব্যের পর সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়ে বিতর্ক আরও জোরালো হলো। দেখার বিষয়, বিসিবির উদ্যোগের পর রাষ্ট্রীয় পর্যায়ে এই ইস্যু কোন দিকে মোড় নেয়।
আয়শা/২৫ জানুয়ারী ২০২৬,/রাত ১০:৩০






