সুরক্ষা জাল ছাড়াই ১৬৬৭ ফুট উঁচু ভবনের চূড়ায় মার্কিন পর্বতারোহী

Ayesha Siddika | আপডেট: ২৫ জানুয়ারী ২০২৬ - ০৯:২২:২৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : কোনো ধরনের নিরাপত্তা দড়ি বা সুরক্ষা জাল ছাড়াই তাইওয়ানের সর্বোচ্চ বহুতল ভবন তাইপেই ১০১-এর চূড়ায় উঠে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন পর্বতারোহী অ্যালেক্স হনল্ড। রোববার হাজারও দর্শকের উল্লাস ও করতালির মধ্যে তিনি ভবনটির ছাদে পৌঁছান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

১ হাজার ৬৬৭ ফুট উচ্চতার এই ভবনে উঠতে হনল্ডের সময় লেগেছে মাত্র ৯১ মিনিট। নেটফ্লিক্সের আয়োজনে সরাসরি সম্প্রচারিত এই ‘ফ্রি সোলো’—অর্থাৎ কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়াই—আরোহণ শেষে চূড়ায় পৌঁছে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি একে ‘অসাধারণ’ (সিক) বলে বর্ণনা করেন। সাংবাদিকদের তিনি বলেন, “তাইপেই দেখার জন্য এর চেয়ে দারুণ উপায় আর হতে পারে না।” বৃষ্টির কারণে এই অভিযান এক দিন পিছিয়ে রোববার অনুষ্ঠিত হয়।

২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ ভবনের মর্যাদা ধরে রাখা তাইপেই ১০১ তাইওয়ানের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। হনল্ড জানান, একসময় তিনি অনুমতি ছাড়াই ভবনটিতে ওঠার কথা ভেবেছিলেন। তবে ভবনটির প্রতি শ্রদ্ধা এবং সংশ্লিষ্ট দলের প্রতি সম্মান দেখিয়ে তিনি নিয়মতান্ত্রিকভাবেই অভিযানটি সম্পন্ন করার সিদ্ধান্ত নেন।

এ অভিযানের নির্বাহী প্রযোজক জেমস স্মিথ বলেন, একটি ভবন কর্তৃপক্ষের পক্ষ থেকে এভাবে একজন আরোহীর ওপর আস্থা রেখে অনুমতি দেওয়া অত্যন্ত বিরল ঘটনা।

সাধারণত সেমিকন্ডাক্টর শিল্প বা চীনের সামরিক হুমকির প্রসঙ্গে তাইওয়ান আন্তর্জাতিক সংবাদে উঠে আসে। তবে এমন রোমাঞ্চকর অভিযানের মাধ্যমে দেশটিকে ভিন্নভাবে বিশ্বমঞ্চে তুলে ধরার জন্য হনল্ড ও নেটফ্লিক্সকে ধন্যবাদ জানিয়েছেন তাইওয়ানের রাজনীতিকরা।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে নিজের ফেসবুক পাতায় অভিনন্দন জানিয়ে লেখেন- “সাহসী ও নির্ভীক অ্যালেক্সকে এই চ্যালেঞ্জ সম্পন্ন করার জন্য অভিনন্দন। বিশ্ব শুধু তাইপেই ১০১-কে দেখেনি, একই সঙ্গে দেখেছে তাইওয়ানের মানুষের উষ্ণতা ও এ দেশের সৌন্দর্য।”

এর আগে ২০০৪ সালে ‘স্পাইডারম্যান’ খ্যাত ফরাসি ক্লাইম্বার অ্যালাইন রবার্ট তাইপেই ১০১-এ আরোহণ করেছিলেন। সে সময় তিনি নিরাপত্তা দড়ি ব্যবহার করেন এবং তার সময় লেগেছিল প্রায় চার ঘণ্টা। তবে এবার কোনো সরঞ্জাম ছাড়াই মাত্র ৯১ মিনিটে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন অ্যালেক্স হনল্ড।

 

আয়শা/২৫ জানুয়ারী ২০২৬,/রাত ৯:১৫

▎সর্বশেষ

ad