মূল্যায়ন না করায় ১১ দলীয় জোট ছেড়েছি: হাতপাখা প্রার্থী

Ayesha Siddika | আপডেট: ২৫ জানুয়ারী ২০২৬ - ০৯:১৩:১৪ পিএম

ডেস্ক নিউজ : ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) প্রার্থী মো. সাইফ উদ্দিন শিপন বলেছেন, যথাযথ মূল্যায়ন না করায় তারা ১১ দলীয় জোট থেকে বের হয়ে এসেছেন। তবে সংবিধান সংস্কারসহ জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণা চালাচ্ছি।

রোববার (২৫ জানুয়ারি) সকালে সোনাগাজী উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।.মতবিনিময়কালে মো. সাইফ উদ্দিন শিপন বলেন, নির্বাচিত হলে সবার জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা হবে। চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে কাজ করা হবে। বেকারত্ব দূরীকরণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি অভিযোগ করেন, একটি বড় দল প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছে। তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। ঘরে ঘরে গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে। অতীতে বন্যার্তদের পাশে থাকা, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফনসহ মানবিক কার্যক্রমে ইসলামী আন্দোলন সক্রিয় ভূমিকা রেখেছে।

ভোটের পর জনগণ ইসলামী আন্দোলন ছাড়া অন্য কাউকে পাশে পাবে না উল্লেখ করে মো. সাইফ উদ্দিন শিপন বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬০ থেকে ৬৫টি আসনে বিজয়ী হবে।

মতবিনিময়কালে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা নুরুল করিম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলন সোনাগাজী উপজেলা সভাপতি মাওলানা নুরুল হক ও সাবেক সাধারণ সম্পাদক মুফতি আবদুর রহমান ফরহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

আয়শা/২৫ জানুয়ারী ২০২৬,/রাত ৯:১২

▎সর্বশেষ

ad