এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে গোবিন্দা-সুনীতার ছেলে যশবর্ধন

Ayesha Siddika | আপডেট: ২৫ জানুয়ারী ২০২৬ - ০২:৫৪:২৫ পিএম

বিনোদন ডেস্ক : টলিউড ও বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে আবারো উঠে এসেছেন গোবিন্দা-সুনীতার ছেলে যশবর্ধন আহুজা। বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে চলা জল্পনার মাঝে যশবর্ধনের পেশাগত জীবন নতুন দিক পেয়েছে। চলতি বছর বলিউডে তাঁর অভিষেক হতে চলেছে, যা পরিবারে ও অনুরাগীদের মধ্যে আনন্দের সঞ্চার করেছে।

শোনা যাচ্ছে, সাজিদ খান পরিচালিত ছবিতে দেখা যাবে যশবর্ধনকে। এই ছবিতে তিনি হাস্যকৌতুক থেকে একধরনের রহস্য-রোমাঞ্চ ঘরানার চরিত্রে অভিনয় করবেন। একতা কাপুর ও শোভা কাপুরের বালাজি টেলিফিল্মসের প্রযোজনায় তৈরি এই ছবিতে হর্ষবর্ধনের সঙ্গে ‘লাপাতা লেডিজ’ খ্যাত নীতাংশী গোয়েলকে দেখা যাবে। মুম্বই ফিল্মসিটিতে ইতিমধ্যেই শুটিং শুরু হয়েছে, যা বসন্ত পঞ্চমী তথা সরস্বতী পুজোর সময় থেকে শুরু হয়েছে।
গোবিন্দা ও সুনীতা ১৯৮৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরের বছর তাঁদের মেয়ে টিনার জন্ম নেন এবং পরে জন্ম নেয় ছেলে যশবর্ধন। বাবা-মায়ের সম্পর্কের জটিলতা নিয়ে যশবর্ধন উদ্বিগ্ন থাকলেও, তিনি পরিবারের প্রতি দায়িত্ব ও পেশাগত স্বপ্নকে সমানভাবে গুরুত্ব দিয়েছেন। শোনা যাচ্ছে, বিচ্ছেদের আবহে পরিবারের শান্তি ও সন্তানদের মঙ্গলার্থে বাড়িতে পুজোপাঠের আয়োজনও করা হয়েছে।

সুনীতা প্রকাশ করেছেন, যশবর্ধন তাঁর কেরিয়ার নিয়ে কখনও বাবাকে চাপ দেননি। বরং তিনি নিজে পেশাগত সিদ্ধান্ত নেন। এই টানাপোড়েনের মাঝেই যশবর্ধনের নতুন সিনেমার অভিষেক হয়তো নতুন মোড় দিতে চলেছে।

 

 

আয়শা/২৫ জানুয়ারী ২০২৬,/দুপুর ২:৫০

▎সর্বশেষ

ad