
তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ দলীয় ঐক্য জোটের প্রচারণায় নেত্রকোনা ১ আসনে মনোনীত প্রার্থী গোলাম রব্বানীর রিক্সা মার্কার পক্ষে এক উলামা মাশায়েক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ জানুয়ারী) বিকেলে স্থানীয় শহীদ মিনার চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সমাবেশে আল্লামা জিয়া উদ্দিন (দা: বা:) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়েতে ইসলামী কলমাকান্দা উপজেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা আবুল হাসিম, জামায়েতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার আমীর মাওলানা মো. আব্দুর সাত্তার, মৌ মাদরাসার মুফতি মামুনুর রশীদ, কাচারী মাদরাসার মোহতামিম মাওলানা ওয়ালী উল্লাহ্, খেলাফত মজলিস দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান সহ অন্যান্য আলেম মাশায়েকগণ।
সমাবেশে বক্তারা বলেন, ‘‘১১ দলীয় ঐক্য গঠিত হয়েছে একক নেতার নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য নয়, কোন একটি দলের স্বার্থ উদ্ধার করার জন্য নয়, দলের ভাগ্য পরিবর্তনের জন্য নয়, গঠিত হয়েছে বাংলার মানুষের ভাগ্য গড়বার জন্য, ১১ দল নিজের দলের প্রতিষ্ঠার জন্য নির্বাচন করছে না, নির্বাচন করছে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য।’’ কোন চাঁদাবাজ, ‘‘টেন্ডারবাজের কাছে ভোটকেন্দ্র ছেড়ে দেয়া যাবে না। আপনাদের যারা ভয় দেখায় তারা আসলে ভয় পেয়ে গেছে এ কারণে ভয় দেখাতে এসেছে। আপনার সকালেই ভোট কেন্দ্রে যাবেন এবং আমাদের সমমনা মানুষের ভোট কাস্টিং করাবেন।
বক্তারা আরো বলেন, ভিনদেশী শক্তি বিদেশি আধিপত্যবাদী শক্তি যুগের পর যুগ বছরের পর বছর বাংলার মানুষের মাথার ওপর তাদের দোসর এবং সেবা দাসদেরকে বসিয়ে বাংলাদেশ থেকে তারা রক্ত চুষে খেয়েছে, লুটেপুটে খেয়েছে, এক দোসরের দিন শেষ হলে নতুন আরেক দোসরকে বসানোর পায় চালিয়েছে। এবার বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, আর কোন দোসরের চেহারা তারা দেখতে চায় না, বাংলার মানুষ এবার নিজেদের ভাগ্য নিজেরা গড়তে চায়। তাই তারা দিশেহারা হয়ে পড়েছে, আলেমদের নিয়ে যা খুশি তা বলা শুরু করেছে। আমরা কোন মন্তব্য না করে ইনসাফের বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছি। নেত্রকোনা ১ আসনে রিক্সা মার্কার বিজয় নিশ্চিত এবং ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে সকলকে আহবান জানানো হয়।
আয়শা/২৫ জানুয়ারী ২০২৬,/রাত ৮:৪৪





