
বিনোদন ডেস্ক : বলিউডে অনেক তিক্ত বিচ্ছেদ দেখা গেলেও অভিনেতা সোহেল খান ও সীমা সাজদেহর আলাদা হওয়ার গল্প কিছুটা আলাদা। পারস্পরিক শ্রদ্ধা ও খান পরিবারের সমর্থন সীমা সাজদেহকে একলা চলার পথে অনেক বেশি সাহস জুগিয়েছে। ২৪ বছরের দাম্পত্যের পর ২০২২ সালে সোহেল ও স্ত্রী সীমা আইনতভাবে আলাদা হয়ে যান। কিন্তু আজও নির্ভান ও ইয়োহান— তাদের দুই ছেলের কারণে খান পরিবারের প্রতিটি অনুষ্ঠানে সীমাকে দেখা যায়।
খান পরিবারের বড় ছেলে সালমান খান তার নবাবি মেজাজ ও বিশাল হৃদয়ের জন্য পরিচিত। এবার জানা গেল, ভাই সোহেল খানের সঙ্গে যখন তার স্ত্রী সীমা সাজদেহর তুমুল অশান্তি চলছিল, ঠিক তখনই সালমান ভাশুর নন, বড় দাদার মতো সীমার পক্ষই নিতেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সীমা সাজদেহ নিজেই এ চাঞ্চল্যকর তথ্য শেয়ার করে নিয়েছেন। শুধু সালমান নয়, গোটা খান পরিবার তাদের ছেলে নয়, পাশে দাঁড়িয়েছিল বউমার।
সাধারণত দেখা যায়, স্বামী-স্ত্রীর বিবাদে পরিবার ছেলের পক্ষ নিয়ে থাকেন। কিন্তু খান পরিবারের ক্ষেত্রে উল্টোটা ঘটেছিল। সীমা বলেন, সোহেলের সঙ্গে আমার যখন ঝগড়া হতো, তখন সেলিম আঙ্কেল (সেলিম খান) বা সালমান ভাই সোহেলকেই বকাঝকা করতেন। ওরা সবসময় আমার সম্মান ও সুবিধার কথা মাথায় রাখতেন।
আয়শা/২৫ জানুয়ারী ২০২৬,/দুপুর ১:৫৮





