
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলার হুমকির প্রেক্ষাপটে ইরান অত্যন্ত কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে, দেশটির ভূখণ্ডে যেকোনো ধরনের আগ্রাসনের পরিণতি হবে ভয়াবহ এবং বিধ্বংসী।
মেজর জেনারেল আবদুল্লাহি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির প্রতিক্রিয়ায় বলেন, যুক্তরাষ্ট্র ভালো করেই জানে যে কোনো ধরনের ভুল হিসাবনিকাশ তাদের জন্য কতটা চড়া দাম বয়ে আনতে পারে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের প্রতিরক্ষা শক্তি কেবল তাত্ত্বিক নয়, বরং এটি একটি বাস্তব এবং অপ্রতিরোধ্য শক্তি।
জনগণের দৃঢ় সমর্থন এবং দেশীয় প্রযুক্তির ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই সামরিক সক্ষমতা ইতোমধ্যে শত্রুপক্ষের কৌশলগত সমীকরণকে ওলটপালট করে দিয়েছে, যা যুদ্ধক্ষেত্রে একাধিকবার প্রমাণিত হয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে ইরান কখনোই কোনো যুদ্ধের সূচনা করেনি এবং ভবিষ্যতেও করবে না।
তবে দেশটির নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা বা প্রতিকূল পদক্ষেপের বিরুদ্ধে তারা তাৎক্ষণিক এবং অত্যন্ত কঠোর জবাব দিতে দ্বিধা করবে না। জেনারেল আব্দুল্লাহি সাফ জানিয়ে দেন যে ‘আঘাত করে পালিয়ে যাওয়ার’ যুগ চিরতরে শেষ হয়ে গেছে।
ইরানি এই জ্যেষ্ঠ কমান্ডারের মতে, যেকোনো আগ্রাসনের বিপরীতে ইরানের প্রতিক্রিয়া হবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল শাসনের কল্পনার চেয়েও অনেক বেশি দ্রুত, নির্ভুল এবং ধ্বংসাত্মক। বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের এই অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে, যা আন্তর্জাতিক মহলের গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
আয়শা/২৩ জানুয়ারী ২০২৬,/দুপুর ১:০০






