ভারত অধিনায়কের ‘চ্যাট’ ফাঁস করায় মানহানি মামলা

Ayesha Siddika | আপডেট: ২০ জানুয়ারী ২০২৬ - ০৯:০৬:১৪ পিএম

স্পোর্টস ডেস্ক : ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের ‘চ্যাট’ ফাঁস হয়ে যাওয়ায় ১০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন।

কিছু দিন আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী তথা নেটপ্রভাবী খুশি মুখোপাধ্যায় জানিয়েছিলেন, ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব তাকে বার্তা পাঠাতেন। নিয়মিত কথা হত দুই জনের। 

এরপরই খুশির বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেন ফয়জান আনসারি নামে এক ব্যক্তি। তিনি নিজেকে সূর্যকুমার যাদবের শহর গাজিপুরের বাসিন্দা বলে দাবি করেন। 

এক সাক্ষাৎকারে খুশি জানিয়েছেন, বিভিন্ন ক্রিকেটারই তাকে বার্তা পাঠাতেন। সূর্যকুমারের নাম করে জানিয়েছিলেন, তার থেকে একাধিক বার্তা পেয়েছেন তিনি। সূর্য নাকি নিজে থেকেই বেশ কয়েকবার খুশিকে বার্তা পাঠিয়েছেন। তবে কোনও প্রেমের সম্পর্ক নেই বলেও স্বীকার করেছেন। 

এই ঘটনাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন ক্রিকেট তারকা। যদিও খুশির দাবি, তাদের মধ্যে কথা হত। মূলত একে অপরের সঙ্গে মজার মজার কথা বলতেন। সেই কথোপকথনের প্রমাণ আছে কি না প্রশ্ন উঠতেই খুশি বলেন, ‘আমি এমন মানুষ নই যে ‘চ্যাট’ ফাঁস করে অন্যের সম্মান নষ্ট করব। শুধু তা-ই নয়, আমি আমার ফোনের চ্যাটও রাখি না।

মুছে দেই। তবে আমাদের কথা হত বন্ধুত্বের সম্পর্কের নিরিখে। তার বেশি কিছু নয়।’খুশির বয়স প্রায় ২৯ বছর। মুম্বাইয়ে স্নাতক পর্যন্ত পড়েছেন। কলেজে পড়ার সময়েই হিন্দি চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি। যদিও প্রথম ছবি পান দক্ষিণ ভারতে, ২০১৩ সালে। 

 

 

আয়শা/২০ জানুয়ারী ২০২৬,/রাত ৯:০৫

▎সর্বশেষ

ad