
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন মাসেরও বেশি সময় ধরে নির্জন কারাবাসে রাখা হয়েছে। এমনকি তার আইনজীবী ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না।
পিটিআই মন্তব্য করেছে, দীর্ঘমেয়াদী নির্বাসন আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে নিষ্ঠুর বা অমানবিক আচরণের মধ্যে পড়তে পারে। দলটি আরও জানিয়েছে, খানের জেল জীবনের মৌলিক সুবিধা থেকেও তাকে বঞ্চিত করা হচ্ছে।
সরকার প্রথমে নিয়ম লঙ্ঘনের কারণ দেখিয়ে এবং পরে জাতীয় নিরাপত্তা হুমকি উল্লেখ করে খানের পরিবারের ও আইনজীবীদের সাক্ষাৎ ফেব্রুয়ারি ৮, ২০২৬ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
পিটিআই অবিলম্বে খানের আইনজীবী ও পরিবারের সঙ্গে সাক্ষাতের দাবি করেছে এবং ক্ষমতাসীন দলগুলোর নির্বাচনী জালিয়াতির বিরুদ্ধে ৮ ফেব্রুয়ারি বড় প্রতিবাদ করার ঘোষণা দিয়েছে।
আয়শা/২০ জানুয়ারী ২০২৬,/রাত ১০:৩০





