জামায়াতের ভাগে ২২০ আসন, বাকি কোন দল পাচ্ছে কতটি

Ayesha Siddika | আপডেট: ২০ জানুয়ারী ২০২৬ - ০৯:৫৭:১৬ পিএম

ডেস্ক নিউজ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ দলীয় জোটের আসন সমঝোতা আজ চূড়ান্ত হচ্ছে। জোট সূত্রে জানা গেছে, মোট ৩০০ আসনের মধ্যে ২২০টি আসনে নির্বাচন করবে জামায়াতে ইসলামী। বাকি ৮০টি আসনে জোটভুক্ত অন্যান্য দলের নেতারা প্রার্থী হবেন। মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

এর আগে জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছিল। পাশাপাশি ৪৭টি আসন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য সংরক্ষণ করে বাকি আসনগুলো এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, এলডিপি, এবি পার্টি, বিডিপি ও নেজামে ইসলাম পার্টির মধ্যে বণ্টনের সিদ্ধান্ত ছিল। তবে ইসলামী আন্দোলন জোটে না আসায় তাদের জন্য নির্ধারিত আসনগুলো পুনরায় বণ্টন করা হয়েছে।

সর্বশেষ সমঝোতা অনুযায়ী, এনসিপি পাচ্ছে ৩০টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিসের জন্য ২৩টি এবং খেলাফত মজলিসের জন্য ১২টি আসন প্রায় নিশ্চিত হয়েছে বলে জানা গেছে। এছাড়া কয়েকটি আসন এখনো উন্মুক্ত রাখা হয়েছে, যেগুলোতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে শেষ মুহূর্তে।

জোট সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজ বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে জোটের পক্ষ থেকে চূড়ান্ত আসন বণ্টনের তথ্য ঘোষণা করা হবে।

 

আয়শা/২০ জানুয়ারী ২০২৬,/রাত ৯:৫০

▎সর্বশেষ

ad