‘ইরানিদের বিরুদ্ধে অপরাধ’, ভবিষ্যতে খামেনির বিচার করবেন পাহলভি!

Ayesha Siddika | আপডেট: ২০ জানুয়ারী ২০২৬ - ০২:৪৫:০৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : বিবৃতিতে খামেনিকে ‘অপরাধী’ হিসেবে আখ্যা দিয়ে পাহলভি বলেন, শিশু ও তরুণসহ হাজার হাজার ইরানির মৃত্যুর জন্য তিনি দায়ী। খামেনি এবং তার সহযোগীরা (যাদের শাসক গোষ্ঠীর এজেন্ট বলে উল্লেখ করেছেন পাহলভি) প্রতিটি রক্তবিন্দুর জন্য জবাবদিহির মুখোমুখি হবেন।

পাহলভি দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ন্যুরেমবার্গে নাৎসি নেতাদের বিচারের সঙ্গে তুলনা টেনে বলেন, খামেনি ও তার সহযোগীদের ‘ইরানি জাতির আদালতে’ বিচার করা হবে। তিনি হুমকি দিয়ে বলেন, ‘এখানে কোনো ক্ষমা নেই, কোনো পিছু হটার সুযোগ নেই।’
 
বিবৃতিতে আরও বলা হয়, ‘আপনার পরিণতি (খামেনির উদ্দেশে) হবে লজ্জার ও কলঙ্কের। দায়ীদের কোনো দায়মুক্তি বা লুকানোর জায়গা থাকবে না।’ ইরানি জনগণের উদ্দেশে পাহলভি বলেন, তারা একা নয়। তিনি শোকাহত হলেও অবিচল একটি জাতির সাহস ও দৃঢ়তার প্রশংসা করেন। তার ভাষ্য, জনতার প্রতিরোধ (ইরানে) ইতোমধ্যেই ইতিহাসের গতিপথ বদলে দিয়েছে এবং শাসক ব্যবস্থা ভেঙে পড়ছে, দুর্বল হয়ে পড়েছে এবং পতনের প্রাথমিক পর্যায়ে প্রবেশ করেছে। 

তিনি ইরানিদের ঐক্য ও সাহসে আস্থা রাখার আহ্বান জানান এবং বলেন, কর্তৃপক্ষ (ইরান) আর ভয়ের মাধ্যমে শাসন করতে পারবে না।এছাড়া, সমর্থকদের আবারও রাজপথে নামার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান পাহলভি। তিনি ভবিষ্যদ্বাণী করেন, আগের যেকোনো সময়ের তুলনায় আরও বিস্তৃত ও দৃঢ় বিক্ষোভ অনুষ্ঠিত হবে। তার ভাষায়, লক্ষ্য হলো তেহরান পুনর্দখল করা এবং শেষ পর্যন্ত পুরো ইরানকে ফিরে পাওয়া। 

সূত্র: রয়া নিউজ

 

 

আয়শা/২০ জানুয়ারী ২০২৬,/দুপুর ২:৪০

▎সর্বশেষ

ad