খায়রুলকে নিয়ে কেয়া পায়েলের ক্যাপশন, ‘যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই’

Mohon | আপডেট: ১৩ জানুয়ারী ২০২৬ - ০৪:২৬:২৪ পিএম

বিনোদন ডেক্স : ছোটপর্দার জনপ্রিয় জুটি কেয়া পায়েল ও খায়রুল বাসার। নাটকে তাদের রসায়ন বরাবরই দর্শকের প্রশংসা কুড়িয়েছে। তবে এবার আলোচনা শুধু পর্দার মধ্যেই সীমাবদ্ধ নেই—বাস্তব জীবনেও কি কোনো বিশেষ ইঙ্গিত মিলছে? এমন প্রশ্নই উঠছে ভক্তদের মনে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে খায়রুল বাসারের সঙ্গে একটি ছবি শেয়ার করেন কেয়া পায়েল। ছবিতে দুজনকেই দেখা যায় হাসিখুশি ও স্বচ্ছন্দ ভঙ্গিতে। তবে ছবির চেয়েও বেশি আলোচনার জন্ম দিয়েছে ক্যাপশনটি। সেখানে কেয়া লিখেছেন, ‘যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই।’

এই এক লাইনের ক্যাপশনেই শুরু হয়েছে নানা জল্পনা। ভক্তদের একাংশের ধারণা, এটি হয়তো কোনো নাটকের সংলাপ। আবার কেউ কেউ মনে করছেন, এর পেছনে লুকিয়ে থাকতে পারে ব্যক্তিগত অনুভূতির ইঙ্গিত। তবে অনেকে এটিকে শুধুই প্রচারণার অংশ হিসেবেও দেখছেন।

বর্তমানে কেয়া পায়েল ও খায়রুল বাসার একসঙ্গে অভিনয় করছেন পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এ। ফলে বাস্তব ও পর্দার রসায়ন মিলেমিশে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

 

 

কুইক টিভি/মহন/১৩ জানুয়ারি ২০২৬,/বিকাল ৪:২৬

▎সর্বশেষ

ad