যুক্তরাষ্ট্র ‘ঘৃণ্য অপরাধী’: উত্তর কোরিয়া

Mohon | আপডেট: ১৩ জানুয়ারী ২০২৬ - ০৩:৫৪:৫৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডকে ‘নির্লজ্জ, অবৈধ ও অনৈতিক’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। সোমবার (১২ জানুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘের পিয়ংইয়ং মিশন থেকে দেওয়া এক বিবৃতিতে ওয়াশিংটনকে ‘ঘৃণ্য অপরাধী’ হিসেবে অভিযুক্ত করা হয়। উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার লঙ্ঘন নিয়ে একটি আলোচনার পরিকল্পনার প্রতিবাদে পিয়ংইয়ং এই কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। পিয়ংইয়ংয়ের দাবি, যুক্তরাষ্ট্র নিজের ভূ-রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য জাতিসংঘকে অপব্যবহার করছে এবং বিশ্ব সংস্থাটির অস্তিত্বকেই অবজ্ঞা করছে।

উত্তর কোরিয়ার এই ক্ষুব্ধ প্রতিক্রিয়ার নেপথ্যে সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর হাতে বন্দি হওয়ার ঘটনাটি বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মাত্র এক সপ্তাহ আগে মার্কিন বিশেষ বাহিনী এক ঝটিকা অভিযানে মাদুরোকে আটক করে নিউইয়র্কে নিয়ে আসে। উত্তর কোরিয়ার শীর্ষ নেতৃত্ব দীর্ঘদিন ধরেই এ ধরনের ‘ডিক্যাপিটেশন স্ট্রাইক’ বা শীর্ষ নেতাকে সরিয়ে দেওয়ার অভিযানে মার্কিন প্রচেষ্টাকে ভয় পেয়ে আসছে।

ফলে মাদুরোকে আটকের এই ঘটনা পিয়ংইয়ংয়ের জন্য একটি ‘দুঃস্বপ্ন’ হিসেবে দেখা দিয়েছে, যা তাদের সার্বভৌমত্ব রক্ষার উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে। বিবৃতিতে উত্তর কোরিয়া আরও জানায়, জাতিসংঘের উচিত পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞার বদলে যুক্তরাষ্ট্রের এই ‘জঘন্য অপরাধমূলক কর্মকাণ্ড’ নিয়ে আলোচনা করা। 

এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ৬৬টি আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘ সংশ্লিষ্ট ৩১টি বডি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার যে ঘোষণা দিয়েছেন, পিয়ংইয়ং সেটিকেও যুক্তরাষ্ট্রের একতরফা ও স্বার্থপর আচরণের প্রমাণ হিসেবে উল্লেখ করেছে। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে দীর্ঘদিন ধরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কঠোর নিষেধাজ্ঞার মধ্যে থাকা উত্তর কোরিয়া এখন যুক্তরাষ্ট্রের এই আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছে।

 

 

 

কুইক টিভি/মহন/১৩ জানুয়ারি ২০২৬,/বিকাল ৩:৫৪

 

▎সর্বশেষ

ad