বড় তারকাদের ছাড়াই আফগানদের বিপক্ষে ক্যারিবিয়দের দল ঘোষণা

Mohon | আপডেট: ১৩ জানুয়ারী ২০২৬ - ০৩:৪৯:৪০ পিএম

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে, যেখানে খুব বেশি বড় তারকাদের নাম নেই। এই সিরিজটি ১৯ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজটি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গণ্য করা হচ্ছে।

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে, যা ২৭ থেকে ৩১ জানুয়ারি হবে। নিয়মিত অধিনায়ক শেই হোপ, অলরাউন্ডার রোস্টন চেজ, স্পিনার আকিল হোসেন এবং ব্যাটার শেরফেন রাদারফোর্ড এসএ২০ লিগে ব্যস্ত থাকায় এই সিরিজের দলে স্থান পাননি। হোপের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিয়েছেন ব্র্যান্ডন কিং, যিনি আগেও টি-টোয়েন্টিতে ক্যারিবীয় দলের নেতৃত্ব দিয়েছেন। ২০২৪ সালের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও নেতৃত্ব দেবেন।

চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার শামার জোসেফ ও ওপেনার এভিন লুইস। তবে ২০২৫ সালে চোটে পড়া আলজারি জোসেফকে সতর্কতার সঙ্গে সিরিজে রাখা হয়নি। এদিকে, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সেরা খেলোয়াড় কুয়েন্টিন স্যাম্পসন প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। তিনি বিশ্রামে থাকা রোভম্যান পাওয়েলের পরিবর্তে দলে এসেছেন। পাশাপাশি, ‘ওয়ার্কলোড’ সমস্যার কারণে জেসন হোল্ডার এবং রোমারিও শেফার্ডকে সিরিজ থেকে বিশ্রাম দেয়া হয়েছে।

ব্র্যান্ডন কিং (অধিনায়ক), আলিক অ্যাথানেজ, কেসি কার্টি, জনসন চার্লস, ম্যাথিউ ফোর্ড, জাস্টিন গ্রিভস, আমির জ্যাঙ্গু, শামার জোসেফ, এভিন লুইস, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে, কুয়েন্টিন স্যাম্পসন, জেডেন সিলস, র‍্যামন সিমন্ডস, শামার স্প্রিংগার, এবং শিমরন হেটমায়ার।

 

 

 

কুইক টিভি/মহন/১৩ জানুয়ারি ২০২৬,/বিকাল ৩:৪৯

▎সর্বশেষ

ad