
বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন অন্যতম চর্চিত জুটি। তারা অনেক বছর ধরে সম্পর্কে রয়েছেন। তাই তাদের ভক্ত-অনুরাগীরদের মনে একটিই প্রশ্ন—কবে বিয়ের পিঁড়িতে বসবেন এ তারকা জুটি? কিন্তু তাদের এমন প্রশ্ন করলেই মজার ছলে এড়িয়ে যান তারা। তবে এবার আসল কারণ জানালেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।
সম্প্রতি টিভি৯ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে অঙ্কুশ হাজরা বলেন, বিয়ের পর যে জীবনটা থাকে, যেমন সন্তান। কিন্তু আমাদের জীবনে সেটি গুরুত্বপূর্ণ নয়। তিনি বলেন, আমাদের পরিবার থেকেও সেই চাপ নেই। তাই আমরা জীবনটাকে উপভোগ করি। কাজের মধ্য দিয়ে উপভোগ করি।
অভিনেতা বলেন, আরেকটি বিষয়— কে কীভাবে নেবেন আমি জানি না। তবে আমি অনেক জ্ঞানী মানুষকে বলতে শুনেছি, যদি ঠিকঠাক মনের টান থাকে, তাহলে সেটি ঠিক রাখতে গেলে বিয়ে করা উচিত নয়। যাদের ২৫-৩০ বছর পর বিচ্ছেদ হয়ে যাচ্ছে, তারাও বলেছেন— বিয়ে কর না।
তিনি বলেন, জানি না কেন এমন হয়। হয়তো সবাই টেকেন ফর গ্র্যান্টেড নিতে শুরু করে। আর অনেকের কাছে পরবর্তী প্রজন্ম খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই ‘বয়স পেরিয়ে যাচ্ছে’ এটি তাদের কাছে সমস্যা হয়ে দাঁড়ায়। তবে আমাদের ক্ষেত্রে তো সেটি নয়। আমাদের কাছে বিয়ে মানে একসঙ্গে থাকা এবং জীবনকে উপভোগ করা বলে জানান অঙ্কুশ হাজরা।
মজা করে অভিনেতা বলেন, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি টলমল টলমল করছে। তাই স্থিতিশীল হয়ে গেছি এটি কবে এবং কীভাবে বলব বুঝতে পারছি না। অন্যদিকে প্রেমিকের কথার সূত্র ধরে ঐন্দ্রিলা সেন বলেন, আমাদের নারী চরিত্র (অঙ্কুশ-ঐন্দ্রিলার নতুন সিনেমা ‘নারী চরিত্র বেজায় জটিল’) যদি ব্লকবাস্টার হয়, তাহলে ওরা টিকিট কেটে আমাদের দেখছেন। আমাদের ঘরে টাকা ঢুকছে, আমরা বিয়ে করব।
অভিনেত্রী বলেন, আপনারা যদি আমাদের টাকা না দেন, ছবি না দেখেন, তাহলে আপনারা দায়ী, একদম প্রশ্ন করবেন না— কেন তারা বিয়ে করছেন না? বা বিয়ের আগে কেন একসঙ্গে থাকছেন? বা এই তো ফূর্তি চলছে। তাই আগে টাকা দেবেন আপনাদের টাকা দিয়েই আমরা বিয়ে করব বলে জানান ঐন্দ্রিলা সেন।
আয়শা/১২ জানুয়ারী ২০২৬,/রাত ১০:১৫





