
ডেস্ক নিউজ : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, নির্বাচনে সারা দেশের মোট ৪২ হাজার ৭৬৬টি ভোট কেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে মোট ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোট কেন্দ্রে নিয়োজিত ১৩ জন সদস্যের মধ্যে থাকবেন ৩ জন অস্ত্রধারী, ৬ জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং ৪ জন অস্ত্রবিহীন নারী সদস্যা। সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ও ভিডিপি একাডেমিতে নবনিয়োগপ্রাপ্ত উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষিকা মৌলিক প্রশিক্ষণ এবং ২৬ ও ২৭তম ব্যাচ (পুরুষ) রিক্রুট সিপাহি মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি। এছাড়াও স্মরণ করছি ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের। বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে ৪১তম বিসিএস (আনসার) কর্মকর্তা, উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক ও প্রশিক্ষিকা এবং আনসার ব্যাটালিয়ন ২৬ ও ২৭তম ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আজকের এই গৌরবোজ্জ্বল দিন নবীন কর্মকর্তা ও সদস্যদের পেশাগত জীবনের এক নতুন অধ্যায়ের সূচনার প্রতীক।
তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ দেশের সর্ববৃহৎ শৃঙ্খলা ও গণপ্রতিরক্ষা বাহিনী। ১৯৫২ সালের গৌরবময় ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ২৪-এর অভ্যুত্থানে এই বাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছে। তিনি আরও বলেন, আনসার-ভিডিপি তৃণমূল সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নে আশাজাগানিয়া ‘সঞ্জীবন’ প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। আনসার–ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্ট, আনসার–ভিডিপি উন্নয়ন ব্যাংক এবং আনসার–ভিডিপি কো-অপারেটিভ-এই প্রতিষ্ঠানগুলো দেশের আপামর জনগণের জীবনমান পরিবর্তনের সক্ষমতা রাখতে সহায়তা করবে মর্মে আমার বিশ্বাস।
আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গত বছরের আগস্ট মাস থেকেই সুপরিকল্পিত ও সমন্বিত প্রস্তুতি গ্রহণ করে আসছে। নতুন প্রশিক্ষণ নীতিমালার আলোকে ইতোমধ্যে প্রায় ৫৬ হাজার উপজেলা/থানা কোম্পানি আনসার, ২ লাখ ৫৫ হাজার ভিডিপি ও টিডিপি সদস্য–সদস্যা এবং ৩ হাজারেরও অধিক আনসার ব্যাটালিয়ন সদস্যকে মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। একই সঙ্গে নির্বাচনি দায়িত্ব পালনের উদ্দেশ্যে প্রায় সাড়ে চার লক্ষাধিক সদস্য–সদস্যাকে সফটওয়্যারের মাধ্যমে তালিকাভুক্ত করা হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপির নবীন সদস্য হিসেবে আপনাদের কাছে আমার প্রত্যাশা আপনারা মানবিক মূল্যবোধ, নৈতিকতা, সততা, দক্ষতা, বিচক্ষণতা, মানবিকতা ও সেবাধর্মী মনোভাব নিয়ে কর্মজীবনে প্রবেশ করবেন। মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেবেন। জনকল্যাণ, জনসেবা, জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন। আপনাদের কর্মজীবনে নানা চ্যালেঞ্জ আসবে চাপ থাকবে, ভুল বোঝাবুঝি হবে, সমালোচনাও আসবে। কিন্তু যদি আপনারা সততা, মানবিকতা ও পেশাদারিত্বকে আঁকড়ে ধরেন, তবে কোনো চ্যালেঞ্জই আপনাদের পথচলা থামাতে পারবে না।
সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা আনসার একাডেমিতে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সফিপুর আনসার ভিডিপি একাডেমির কমান্ডেন্ট (ভারপ্রাপ্ত) নুরুল আফছার, গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, গাজীপুর জেলা পুলিশ সুপার শরিফ উদ্দীন প্রমুখ। কুচকাওয়াজে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য চারজন চৌকস প্রশিক্ষণার্থীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান প্রধান উপদেষ্টা। শেষে আনসার সদস্যদের বেশ কয়েকটি টিম নিজেদের শারীরিক সক্ষমতা কসরত ও আপৎকালীন সময়ে উদ্ধার তৎপরতা প্রদর্শন করেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের অভিভাবক ও বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
আয়শা/১২ জানুয়ারী ২০২৬,/রাত ৯:৫৫





