ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

মালয়েশিয়ায় বিএসওএম-এর প্রীতি ফুটসাল ম্যাচ: জামাল ভূঁইয়ার গোলে সবুজ দলের জয়

khurshed | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ - ০৫:০৫:৩৬ পিএম

স্পোর্টস ডেস্ক : সোমবার (২২ ডিসেম্বর) মালয়েশিয়ার আমপাং পার্কের ফুটসাল মাঠে এই বিশেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে গালিবের নেতৃত্বাধীন লাল দল এবং আসিফের নেতৃত্বাধীন সবুজ দল মুখোমুখি হয়। মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাছাইকৃত মেধাবী ফুটবলাররা এই ম্যাচে অংশ নেন।

খেলার নির্ধারিত সময়ে দু’দলই ২–২ গোলে সমতায় থাকায় ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়। ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি প্রথমে লাল দলের হয়ে এবং পরবর্তীতে সবুজ দলের হয়ে মাঠে নামেন। অতিরিক্ত সময়ে জামালের করা নান্দনিক এক গোলে সবুজ দল ৩–২ ব্যবধানে লাল দলকে পরাজিত করে। ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থী হুজাইফা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জামাল ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএসওএম’র উপদেষ্টা প্রফেসর ড. আসিফ মাহবুব করিম, ড. মোহাম্মদ শরিফুল ইসলাম, ব্যবসায়ী জসিম উদ্দিন, সাহাব উদ্দিন (সিআইপি)। ম্যাচ শেষে জামাল ভূঁইয়া বলেন, ‘মালয়েশিয়ায় এসে বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে খেলতে পেরে আমি সত্যিই আনন্দিত। এমন আয়োজন প্রবাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বিএসওএম সভাপতি আসাদুল্লাহ আল গালীব, সাধারণ সম্পাদক আদীব, সহ-সভাপতি আসিফ রহমান, সাকিব মিয়া ও নিসাদ তাবাসসুমের সার্বিক সমন্বয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। ইভেন্টটির পৃষ্ঠপোষকতায় ছিল লিজেন্ড গ্লোবাল এবং ফুড পার্টনার হিসেবে ছিল মৈত্রী এসডিএন বিএইচডি। উল্লেখ্য, ২০১৪ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম) দীর্ঘ এক দশক ধরে প্রবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

খোরশেদ/২৪ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad