
স্পোর্টস ডেস্ক : সংবাদ অনুযায়ী, দুর্ঘটনায় মেসির বোন মারিয়া সোল গুরুতর আহত হয়েছেন। তার শরীরে আগুনে পোড়ার ক্ষত এবং মেরুদণ্ডে ফ্র্যাকচার হয়েছে। আর্জেন্টিনার টিভি সাংবাদিক ও উপস্থাপক আনহেল দে ব্রিতো জানান, মেসির মা তাকে বলেছেন যে ৩২ বছর বয়সী মারিয়া সোল এখন ‘ঝুঁকিমুক্ত’, তবে তাকে সামনে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
জানা গেছে, মায়ামিতে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেয়ালে ধাক্কা মারেন মারিয়া সোল। এরপর তাকে চিকিৎসার আওতায় নেওয়া হয়। আমেরিকা টিভির জনপ্রিয় অনুষ্ঠান এলএএম-এ আনহেল দে ব্রিতো বলেন, মোবাইলে পাওয়া বার্তা পড়ে তিনি এই দুর্ঘটনার ব্যাপারে জানতে পারেন।
তিনি বলেন, ‘মেসির বোন এখন ভালো আছেন, তিনি শঙ্কামুক্ত। তবে পরিবারের সঙ্গে কথা বলে জেনেছি, ৩ জানুয়ারি আর্জেন্টিনার রোসারিওতে তার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সেটি এখন স্থগিত করতে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘তার শরীরে পোড়ার ক্ষত রয়েছে, আর পোড়া ইনজুরি চিকিৎসা করা খুব কঠিন। পাশাপাশি তার মেরুদণ্ডে স্থানচ্যুতি হয়েছে। তিনি ইতিমধ্যে রোসারিওতে পুনর্বাসন শুরু করেছেন।’
আনহেল আরও জানান, তিনি মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনির সঙ্গে কথা বলেছেন। সেলিয়া নিশ্চিত করেছেন যে খবরটি সত্য, তবে মারিয়া সোল এখন ভালো আছেন। তার দুটি কশেরুকা ভেঙেছে, পাশাপাশি গোড়ালি ও কবজিতেও ফ্র্যাকচার রয়েছে। বিয়ের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। সেলিয়া জানান, দুর্ঘটনার সময় মারিয়া সোল অজ্ঞান হয়ে গিয়ে দেয়ালে ধাক্কা খান।
আর্জেন্টিনায় কিছু প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় মারিয়া সোল একটি পিকআপ ট্রাক চালাচ্ছিলেন। তবে আনহেল দে ব্রিতো শুরুতে পরিবারের সঙ্গে যোগাযোগের পর ধারণা করেছিলেন যে পোড়ার ক্ষতগুলো হয়তো মোটরবাইক থেকে পড়ে যাওয়ার কারণে হয়েছে, যদিও বিষয়টি এখনো নিশ্চিত নয়।
উল্লেখ্য, মারিয়া সোল মেসির বিয়ে হওয়ার কথা ছিল ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৯ দলের কোচিং স্টাফের সদস্য জুলিয়ান ‘তুলি’ আরেয়ানোর সঙ্গে। বিয়ের অনুষ্ঠানটি তার নিজ শহর আর্জেন্টিনার রোসারিওতে ৩ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আয়শা/২৩ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:১৮






