ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

কলমাকান্দায় ইয়াবাসহ আটক ১

Ayesha Siddika | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ - ০৫:৪৮:১১ পিএম

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৯০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল একটি রেইডিং টিম কলমাকান্দা থানাধীন লেংগুড়া ইউনিয়নের গৌরীপুর গ্রামস্থ আসামি মো. মামুন মিয়ার বসতবাড়ির উত্তর পাশে রাজনগর বাজারগামী কাঁচা রাস্তায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ওই স্থান থেকে অ্যামফিটামিনযুক্ত কমলা রঙের ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মামুন মিয়া (৩১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো সাদা রঙের ছিপিযুক্ত একটি প্লাস্টিক কোঁটার ভেতরে জিপারযুক্ত সাদা পলি প্যাকেটে সংরক্ষিত ছিল। উদ্ধারকৃত আলামতের মোট ওজন ৯ গ্রাম এবং আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩৬ হাজার টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আটক ব্যক্তি মো. মামুন মিয়া মৃত মোন্তাজ উদ্দিনের ছেলে। তার মায়ের নাম সুফিয়া খাতুন। তিনি কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের গৌরীপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে কলমাকান্দা থানায় আসামীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আল-আমিন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

আয়শা/২৩ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:১৮

▎সর্বশেষ

ad