
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আগামী ২৬ শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনে তার আগমনকে ঘিরে প্রস্তুতি সভার আয়োজন করেছেন আশুলিয়া থানা শ্রমিক দলের নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকালে আশুলিয়ার বাইপাইল গোচারট্যাক এলাকায় এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা সহ তারেক রহমানের আগমন যাতে সফল হয় এই জন্য বিশেষ দোয়া ও মুনজাত করা হয়।
থানা শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মধু, সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান, থানা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক মোকলেছুর রহমান, থানা শ্রমিক দলের সহ-সভাপতি লিটন গাজী, সাংগঠনিক সম্পাদক আনছার আলী, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সহ আরও অনেকে।
আয়শা/২৩ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:০০






