নিউজ ডেক্স : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার পরেই ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন পাকিস্তানের যুব দলের কোচ সরফরাজ আহমেদ। তবে সেটা ছিল মৌখিক। এবার নাকি আনুষ্ঠানিকভাবে অভিযোগ করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অভিযোগ করতে চাওয়ার বিষয়টি নিজেই জানিয়েছেন পিসিবির সভাপতি মহসীন নাকভি।

দীর্ঘ ১৩ বছর পর যুব এশিয়া কাপ শিরোপা জেতায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ক্রিকেটারদের জন্য অভ্যর্থনার আয়োজন করেন। সেই অনুষ্ঠানেই এসিসির সভাপতি নাকভি বলেছেন, ‘অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের ক্রিকেটারদের উত্তেজিত করছিল ভারতীয় খেলোয়াড়রা। এই ঘটনায় আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানাবে পাকিস্তান। রাজনীতি ও ক্রীড়াকে সব সময় আলাদা রাখা উচিত।
দুবাইয়ে আইসিসির ক্রিকেট একাডেমির ফাইনালে বেশ কয়েকবারই দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথা-কাটাকাটি করতে দেখা গেছে। সেই তর্কে কে জিতেছে আর কে হেরেছে সেটা জানা না গেলেও ভারতকে ১৯১ রানে হারিয়ে ট্রফি জেতে পাকিস্তান। জয়ের পরেই কোচ সরফরাজ জানান, ভারতের ক্রিকেটাররা খেলার পরিপন্থী আচরণ করেছেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘ফাইনালে ভারতের আচরণ যথাযথ ছিল না।
তাদের আচরণ ক্রিকেটের পরিপন্থী ছিল। তা সত্ত্বেও, আমরা স্পোর্টসম্যানশিপে জয় উদযাপন করেছি। ক্রিকেট সব সময় সঠিক চেতনায় খেলা উচিত। ভারত যা করেছে তাতে তাদের নিজস্ব কর্মকাণ্ডের প্রতিফলন ঘটেছে।’
কুইক টিভি / মহন / ২৩ ডিসেম্বর ২০২৫,/ সন্ধা ৬:৫৭






