
স্পোর্টস ডেস্ক : মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ‘বক্সিং ডে’ টেস্টের জন্য অস্ট্রেলিয়া তাদের দলে বড় পরিবর্তন এনেছে। অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে চোটের কারণে অভিজ্ঞ অফ-স্পিনার নাথান লায়নের বদলে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তরুণ স্পিনার টড মারফিকে।
এদিকে অধিনায়ক প্যাট কামিন্স এমসিজি টেস্টে খেলছেন না বলে নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পিঠের চোট থেকে পুরোপুরি সেরে ওঠার প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে পেস আক্রমণে একটি শূন্যস্থান তৈরি হয়েছে, যেখানে ব্রেন্ডান ডগেট, মাইকেল নেসার ও ঝাই রিচার্ডসনের মধ্যে কাউকে বেছে নেওয়া হতে পারে।
২৫ বছর বয়সী টড মারফি দলে সুযোগ পেয়েছেন। এখন পর্যন্ত সাতটি টেস্টে তার শিকার ২২ উইকেট, গড় ২৮.১৩। উল্লেখযোগ্য বিষয় হলো, তার সব টেস্ট ম্যাচই দেশের বাইরে খেলা। এছাড়া ভিক্টোরিয়ার হয়ে এমসিজিতে তিনটি শেফিল্ড শিল্ড ম্যাচে তিনি ছয় উইকেট নিয়েছেন, গড় ২৫.৩৩।
অন্যদিকে চার বছর পর টেস্ট দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে ফাস্ট বোলার ঝাই রিচার্ডসনের। কাঁধের অস্ত্রোপচারের পর সম্প্রতি মাঠে ফিরেছেন তিনি এবং এক বছরের মধ্যে প্রথমবার টেস্ট স্কোয়াডে জায়গা পেলেন। সুযোগ পেলে এটি হবে তার ক্যারিয়ারের চতুর্থ টেস্ট।
তৃতীয় টেস্টে অসুস্থতার কারণে না খেললেও চতুর্থ টেস্টে ফিরে দলের নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। তবে একাদশে কোন ব্যাটসম্যান বাদ পড়বেন, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি নির্বাচকরা।
চতুর্থ টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড
- স্টিভেন স্মিথ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডান ডগেট, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, টড মারফি, মাইকেল নেসার, ঝাই রিচার্ডসন, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড ও বিউ ওয়েবস্টার।
আয়শা/২৩ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:০০






