ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

বন্ধ ইটভাটা চালুর দাবিতে খাগড়াছড়ি শ্রমিকদের সড়ক অবরোধ। 

Ayesha Siddika | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ - ০৭:৫৭:১৪ পিএম
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে বন্ধ থাকা ইটভাটা পুনরায় চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইটভাটা শ্রমিক ও মালিকেরা।

রোববার (২১ ডিসেম্বর) সকালে শহরের শাপলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভে অংশ নেয়। সড়ক অবরোধের ফলে বিকল্প পথে ছোট যানবাহন চলাচল করলেও যাত্রীবাহী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা বলেন, চলতি মৌসুমে জেলার কোথাও একটি ইটভাটাও চালু না থাকায় খাগড়াছড়িতে তীব্র ইট সংকট দেখা দিয়েছে। এর ফলে একদিকে শত শত কোটি টাকার সরকারি উন্নয়ন প্রকল্প সম্পূর্ণভাবে থমকে গেছে,অন্যদিকে ইটভাটা সংশ্লিষ্ট জেলার হাজার হাজার শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে।

তারা আরও জানান, ইটের অভাবে সরকারি ও বেসরকারি মিলিয়ে শত কোটি টাকার বেশি প্রকল্প কাজ বন্ধ রয়েছে। এতে উন্নয়ন কার্যক্রমে মারাত্মক স্থবিরতা নেমে এসেছে। এ সময় ইটভাটা মালিকেরা দাবি করেন, পরিবেশের সকল নিয়ম কানুন মেনে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইটভাটা পরিচালনার সুযোগ দিলে পরিবেশের ক্ষতি না করেই উৎপাদন সম্ভব। এজন্য তারা প্রশাসনের অনুমতি ও সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং উচ্চ আদালতের নির্দেশনার আলোকে খাগড়াছড়ি জেলার সকল ইটভাটা বন্ধ রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আয়শা/২১ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৫৫
▎সর্বশেষ

ad