
স্পোর্টস ডেস্ক : নিলামের আগে থেকেই আলোচনায় ছিলেন ক্যামেরুন গ্রিন। নিলামের টেবিলেও তাকে নিকে রীতিমতো যুদ্ধ করেছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। প্রথমে তার প্রতি আগ্রহ দেখায় কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। এক পর্যায়ে সেখানে যোগ দেয় চেন্নাই সুপার কিংসও। শেষ পর্যন্ত ২৫ কোটি ২০ লাখ রুপিতে এই অজি অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে কলকাতা।
গ্রিনকে দলে নিতে চড়া দাম দিতে হলেও খুশি কেকেআর সিইও বেঙ্কি মাইসোর। তিনি বলেন, ‘গ্রিনকে পেয়ে আমরা খুশি। খুব ভালো লাগছে। আমাদের পরিকল্পনায় গ্রিন ছিল। তাকে পাওয়ার আশাও ছিল। তবে গ্রিনকে যে দামে পেয়েছি, তাতে আমরা খুশি। অনেক সময় দাম অনেক বেড়ে যায়। তেমন হলে হয়তো অন্য রকম ভাবতে হত। সত্যি বলতে আমরা গ্রিনকে নিতে আগ্রহী ছিলাম ঠিকই, তবে মরিয়া ছিলাম না।’
গ্রিনকে নিয়ে পরিকল্পনার কথা জানাতে গিয়ে ভেঙ্কি বলেন, ‘বিশেষ করে আমাদের নতুন পাওয়ার কোচ আন্দ্রে রাসেল এক জন তরুণ অলরাউন্ডারকে নিয়ে কাজ করার সুযোগ পাবেন। তা ছাড়া গ্রিন ব্যাট এবং বল হাতে কী করতে পারে, তা আমরা জানি। আইপিএল খেলার অভিজ্ঞতাও রয়েছে। সব মিলিয়ে আমরা গ্রিনকে পেয়ে খুশি।’
আয়শা/১৬ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:৪৫






