
মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে মঙ্গলবার(১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে শহীদ স্মৃতিফলকে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে প্রথমে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এরপর ধারাবাহিকভাবে উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ,স্বাস্থ্য বিভাগসহ সকল সরকারি-বেসরকারি,স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপি অন্যান্য কর্মসূচির মধ্যে সকাল ৯টায় আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,ফেস্টুনসহ রঙিণ বেলুন উড্ডয়ন ও শান্তির প্রতিক সাদা কবুতর অবমুক্ত করণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী ও আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমান।
উদ্বোধনের পর ধারাবাহিকভাবে পুলিশ, আনসার-ভিডিপি,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্কাউটস্ ও গার্লস গাইড এর অংশগ্রহণে কুচকাওয়াজ , ডিসপ্লে প্রদর্শন, প্রীতি ফুটবল ম্যাচ,শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা,মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা , বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আটোয়ারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় মেলা ও সেলফি কর্ণার স্থাপন করা হয়।
স্থানীয় সফল উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য নিয়ে ১০টি স্টল বসানো হয়। সেলফি কর্ণারে বিভিন্ন পেশার নারী-পুরুষ ও শিশুদের ইচ্ছেমতো ছবি তুলতে বেশ আগ্রহ দেখা গেছে। দিনব্যাপি সকল কর্মসূচি শান্তিপূর্ণ ও সু-শৃঙ্খলভাবে উদযাপন করতে পেরে মহান বিজয় দিবস উদযাপন কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে ধান্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী।
আয়শা/১৬ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:০০






