
স্পোর্টস ডেস্ক : যুব এশিয়া কাপের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে আফগানিস্তান ও নেপালকে পরপর জয় করার ফলে বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত করেছে। সোমবার আফগানিস্তান শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় বাংলাদেশ নিশ্চিতভাবে সেমিতে পৌঁছেছে। এখন গ্রুপের শেষ ম্যাচে ১৭ ডিসেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের বিজয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে।
১৬ ডিসেম্বর পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ম্যাচে যে দল জয়ী হবে, তারা ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনালে খেলবে। এই পরিস্থিতিতে ভারত চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে। যদি বাংলাদেশ গ্রুপে দ্বিতীয় হয়ে সেমিফাইনালে উঠে, তবে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ভারত।
যদি বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তবে তাদের সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাত। টুর্নামেন্টের সেমিফাইনাল দুটি হবে ১৯ ডিসেম্বর এবং ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর।
আয়শা/১৬ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:৩৩






