ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

শুধু নেইমারই নন, ফিট না থাকলে ভিনিসিউসকেও বিশ্বকাপে নেবেন না আনচেলত্তি

khurshed | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ - ০১:১৩:২৩ পিএম

স্পোর্টস ডেস্ক : স্মরণকালে সবচেয়ে বাজে সময়ে ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব গ্রহণ করেছিলেন কার্লো আনচেলত্তি। দরিভাল জুনিয়রের বিদায়ের পর আনচেলত্তির প্রথম লক্ষ্য ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপের মূলপর্বে তোলা। সেই লক্ষ্য পূরণের পর এখন দল গোছানোয় জোর দিয়েছেন এই ইতালিয়ান কোচ। তবে সব ছাপিয়ে এই কিংবদন্তি কোচের সামনে বড় প্রশ্ন–ইনজুরিতে ভুগতে থাকা নেইমারকে কি বিশ্বকাপের দলে জায়গা দেবেন তিনি?

কার্লো আনচেলত্তি আরও একবার নিশ্চিত করেছেন, ব্রাজিলের বিশ্বকাপ দলে কেবল শতভাগ ফিট খেলোয়াড়রাই জায়গা পাবেন। এমনকি সেলেসাওদের সবচেয়ে বড় তারকা নেইমারের জন্যই তা প্রযোজ্য। গত দুই বছর ধরে চোটের কারণে ব্রাজিল জাতীয় দলের বাইরে দেশটির সর্বোচ্চ গোলদাতা নেইমার। জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ ছিল ২০২৩ সালের অক্টোবর মাসে উরুগুয়ের বিপক্ষে।
নেইমারকে নিয়ে প্রশ্ন করা হলে আনচেলত্তি এস্পোর্তে রেকর্ডকে বলেন, ‘তার শতভাগ ফিট থাকা জরুরি। অনেক ভালো খেলোয়াড় আছে। আমাকে তাদেরই বেছে নিতে হবে যারা পুরোপুরি প্রস্তুত। শুধু নেইমার নয়, এটা ভিনিসিউসের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি ভিনিসিয়ুস ৯০ শতাংশ ফিট থাকে, আর অন্য কেউ ১০০ ভাগ থাকে, আমি ১০০ ভাগ ফিট খেলোয়াড়কেই নেব। কারণ দলটির মান খুবই উচ্চ, বিশেষ করে আক্রমণভাগে।’
৩৩ বছর বয়সী নেইমার বর্তমানে বাঁ হাঁটুর মেনিসকাস সমস্যায় ভুগছেন। বছরের শেষে তার আর্থ্রোস্কোপিক সার্জারি লাগতে পারে। দু’বছর আগে তার একই হাঁটুর এসিএল ও মেনিসকাস ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করতে হয়েছিল। নেইমার সম্পর্কে আনচেলত্তি আরও বলেন, ‘আমি মনে করি সে অসাধারণ প্রতিভা। দুর্ভাগ্য হলো চোট তাকে বারবার পিছিয়ে দিয়েছে। চোট–আঘাতের কারণে সে শারীরিকভাবে কখনোই পুরোপুরি ভালো অবস্থায় থাকতে পারেনি।’

তবে এই চোটের মাঝেও নেইমার শুক্রবার সান্তোসের হয়ে মাঠে নামেন এবং গোলও করেন। স্পোর্টের বিপক্ষে সান্তোস ৩–০ গোলের জয়ে অবনমন অঞ্চলের বাইরে উঠে এসেছে। লিগে তার দলের আরও দুই ম্যাচ বাকি। ম্যাচের পর নেইমার বলেন, ‘আমি ধীরে ধীরে আরও ভালো অনুভব করছি। এই চোটটা দুঃখজনক, বিরক্তিকর। কিন্তু এমন কিছু নয় যা আমাকে থামিয়ে দেবে। তাই আমি খেলছি। এখন সান্তোসকে নিয়ে ভাবার সময়—দলকে প্রথম বিভাগে টিকিয়ে রাখাই লক্ষ্য। এরপর দেখা যাবে কী করি।’এই বছর জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরা নেইমার আগামী বছর তার চতুর্থ বিশ্বকাপে খেলতে চান।

 

 

খোরশেদ/০২ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১:০৬

▎সর্বশেষ

ad