
আন্তর্জাতিক ডেস্ক : প্যারিসের ল্যুভর জাদুঘরে দুই সপ্তাহ আগে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে। এতে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি তাদের জড়িত থাকার কথা আংশিকভাবে স্বীকার করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, তাদেরকে জাদুঘরের অ্যাপোলো গ্যালারিতে প্রবেশ করে মূল্যবান সম্পদ চুরি করার সন্দেহে আটক করা হয়েছে।
প্যারিসের প্রসিকিউটর লর বেকো জানিয়েছেন, গত ১৯ অক্টোবর দিনের আলোয় বিশ্বের সবচেয়ে বেশি দর্শক সমাগম হওয়া এই জাদুঘর থেকে মোট চারজন চোর ৮৮ মিলিয়ন ইউরো মূল্যের সামগ্রী চুরি করে। তবে এখনো পর্যন্ত খোয়া যাওয়া মূল্যবান রত্ন (যার মধ্যে বিখ্যাত ‘পারুর মেরি-অ্যামেলি ডায়াডেম’ রয়েছে) তা উদ্ধার করা যায়নি। প্রসিকিউটর আরও ইঙ্গিত দিয়েছেন, এই চক্রে সিসিটিভি ফুটেজে ধরা পড়া চারজনের চেয়েও বেশি লোক জড়িত থাকতে পারে।
বেকো জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তিরই বয়স তিরিশের কোঠায়, আগেও তারা অপরাধ কর্মে জড়িত ছিলেন। তদন্তের সময় পাওয়া ডিএনএ নমুনার মাধ্যমে তাদের শনাক্ত করা হয়। তাদের মধ্যে একজনকে আলজেরিয়াগামী একমুখী ফ্লাইটে ওঠার সময় গ্রেপ্তার করা হলেও অন্যজনের ফ্রান্স ছাড়ার কোনো পরিকল্পনা ছিল না।
তদন্তকারীরা বর্তমানে এই চুরির পেছনে জাদুঘরের ভেতরের কেউ জড়িত থাকার কোনো প্রমাণ পাননি। তবে বেকো সেই ব্যক্তিদেরও অনুসন্ধানের আওতায় রাখার কথা বলছেন, যারা এই চুরি করা গহনা গ্রহণ করার অপেক্ষায় ছিল। তিনি আশা প্রকাশ করেছেন, রত্নগুলো দ্রুত উদ্ধার করে ল্যুভর এবং জাতির কাছে ফিরিয়ে আনা সম্ভব হবে।
চুরি করে পালানোর সময় চোরেরা নেপোলিয়ন তৃতীয়ের স্ত্রী সম্রাজ্ঞী ইউজেনির একটি মুকুট ফেলে যায়। যার ক্ষতির পরিমাণ এখন নিরূপণ করা হচ্ছে।
প্রসিকিউটর বুধবারের এক সংবাদ সম্মেলনে জানান, চোরেরা ঘটনার দিন অর্থাৎ ১৯ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিটে জাদুঘর দর্শনার্থীদের জন্য খোলার ঠিক পরপরই এসেছিল। তারা একটি চুরি করা যান্ত্রিক লিফট ব্যবহার করে সেইন নদীর কাছে একটি বারান্দা দিয়ে গ্যালারি ডি’অ্যাপোলোতে প্রবেশ করে। এরপর তারা একটি ডিস্ক কাটার দিয়ে গহনার ডিসপ্লে কেসগুলো ভেঙে ফেলে।
চোরেরা মাত্র চার মিনিটের মধ্যে তাদের কাজ শেষ করে। তারা সকাল ৯টা ৩৮ মিনিটে বাইরে অপেক্ষারত দুটি স্কুটারে করে পালিয়ে যায়, পরে গাড়ি পরিবর্তন করে পূর্ব দিকে চলে যায়। এই দুঃসাহসিক চুরির সময় কাউকে হুমকি দেওয়া হয়নি বলেও তিনি নিশ্চিত করেন।
এই ঘটনার পর ফ্রান্সের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। ল্যুভর কর্তৃপক্ষ তাদের কিছু অতি মূল্যবান গহনা সুরক্ষার জন্য প্যারিসের কেন্দ্রে অবস্থিত ব্যাংক অফ ফ্রান্সের ২৬ মিটার মাটির নিচে থাকা অত্যন্ত সুরক্ষিত ভল্টে স্থানান্তর করেছে।
অনিমা/৩০ অক্টোবর ২০২৫,/সকাল ১১:৩৫






