
আর্ন্তজাতিক নিউজ ডেক্সঃ দুই বছর ধরে গাজায় ইসরাইলের বর্বর আগ্রাসনের পর শুক্রবার থেকে শুরু হয়েছে যুদ্ধবিরতি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনায় সম্মত হয় ইসরাইল ও হামাস। চুক্তি অনুয়ায়ী গাজা উপত্যকার নির্দিষ্ট এলাকা থেকে সেনাবাহিনী সরিয়ে নিয়েছে ইসরাইল। যুদ্ধবিরতির খবরে দক্ষিণ গাজায় পালিয়ে যাওয়া হাজার হাজার ফিলিস্তিনি গাজা সিটিতে ফিরতে শুরু করেছেন। তবে শহরটির বেশিরভাগ অংশই ইসরাইলের বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
বিভিন্ন গণমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে, উত্তর দিকে ক্ষতিগ্রস্ত সরু উপকূলীয় রাস্তা ধরে হেঁটে মূল ভূখণ্ডে প্রবেশ করছেন বিপুলসংখ্যক ফিলিস্তিনি। সন্তান ও পরিজন নিয়ে হাসিমুখে নিজ গৃহে ফিরছেন তারা। ফিরে আসাদের অনেকেই ২০ কিলোমিটাররেও বেশি পথ হেঁটেছেন।
কেউ পিঠে করে মালামাল বহন করছেন, কেউবা গাধার গাড়ি বা ছোট ট্রাক ভাড়া করেছেন। কেউ কেউ ফিলিস্তিনি পতাকা উড়িয়েছেন আবার কেউ উড়িয়েছেন বিজয়ের প্রতীক। কিন্তু ক্লান্ত চেহারায় ছিল খুশির ঝিলিক। কয়েক মাস ধরে বাস্তুচ্যুতি, ক্ষুধা এবং ভয়ের পর অনেকেই দুর্বলতা এবং অপুষ্টিতে ভুগছেন।
কুইক টি ভি/রাজ/১২ অক্টোবর ২০২৫/সকালঃ ১১.৪০