
আর্ন্তজাতিক নিউজ ডেক্সঃ পদত্যাগের মাত্র কদিন পরই সেবাস্তিয়ান লেকর্নুকে পুনরায় ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োজিত করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। লেকর্নুকে এখন নতুন মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেয়া হয়েছে বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে ম্যাক্রোঁর কার্যালয়। লেকর্নুর এই প্রত্যাবর্তনকে একটি আশ্চর্যজনক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এক মাস আগে প্রধানমন্ত্রী হিসেবে লেকর্নু যখন প্রথম নিযুক্ত হন, তখন ক্রমবর্ধমান চাপের মধ্যে পড়েছিলেন তিনি। বিশেষ করে ঋণ সংকটের মধ্যে পার্লামেন্টে বাজেট পাস করা নিয়ে বেশি সংগ্রাম করতে হয় তাকে। এরপর গত সোমবার পদত্যাগ করেন তিনি।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/১২ অক্টোবর ২০২৫/সকালঃ ১১.৩৫
কুইক টি ভি/রাজ/১২ অক্টোবর ২০২৫/সকালঃ ১১.৩৫