
আর্ন্তজাতিক নিউজ ডেক্সঃ নিজেদের সর্বাধুনিক ও ‘সবচেয়ে শক্তিশালী’ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) প্রদর্শন করেছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন বিদেশি অতিথিদের সামনে প্রদর্শিত বিশাল সামরিক কুচকাওয়াজ পর্যবেক্ষণের সময় ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করেন।
শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। সেটি উদযাপন উপলক্ষে পরদিন শুক্রবার রাজধানী পিয়ং ইয়ংয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এতে বিদেশি অতিথিদের মধ্যে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির প্রধান তো লামসহ রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/১২ অক্টোবর ২০২৫/সকালঃ ১১.৩০
কুইক টি ভি/রাজ/১২ অক্টোবর ২০২৫/সকালঃ ১১.৩০