ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

নতুন প্রধানমন্ত্রী হিসেবে আবারও লেকর্নুকে নিয়োগ দিলেন মাক্রোঁ

Anima Rakhi | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ - ০৯:২৪:৪৬ এএম

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ আবারও সেবাস্তিয়ান লেকর্নুকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। শুক্রবার এলিসি প্রাসাদের এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করা হয়।

ঘোষণায় বলা হয়, প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট সেবাস্তিয়ান লেকর্নুকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন এবং তাকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন।

মাত্র কয়েক দিন আগেই লেকর্নু নিজের পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। কিন্তু চলমান রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে মাক্রোঁ তাকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনলেন।

ফ্রান্সে ২০২৪ সালের মাঝামাঝি অনুষ্ঠিত আকস্মিক সংসদ নির্বাচনের পর থেকে কোনো দলই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ইউরোপীয় নির্বাচনে দুর্বল পারফরম্যান্সের পর মাক্রোঁ এ নির্বাচন আহ্বান করেছিলেন, যেখানে তার দল দূর-ডানপন্থীদের কাছে বেশ কিছু আসন হারায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লেকর্নু বলেন, আমি দায়িত্ববোধ থেকে এই দায়িত্ব গ্রহণ করেছি। রাজনৈতিক সংকটের অবসান ঘটাতে হবে।

তিনি আরও বলেন, বছরের শেষ নাগাদ ফ্রান্সের বাজেট পাস করাতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তার মতে, দেশের ভবিষ্যতের জন্য জনঅর্থনীতি পুনর্গঠনই এখন আমাদের প্রধান অগ্রাধিকার।

সূত্র : ফ্রান্স।

অনিমা/১১ অক্টোবর ২০২৫,/সকাল ৯:২৪

▎সর্বশেষ

ad