ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

ইরানের সঙ্গে এবার কাজ করবে যুক্তরাষ্ট্র

Ayesha Siddika | আপডেট: ১০ অক্টোবর ২০২৫ - ০১:৫৯:৫০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার মন্ত্রিসভা এখন ইরানের সঙ্গে কাজ করবে।বিবিসি জানায়, মন্ত্রিসভা বৈঠকে ট্রাম্প গাজার ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেছেন। শুক্রবার (১০ অক্টোবর) এব প্রতিবেদনে এখবর দিয়েছে ইরানভিত্তিক মেহর নিউজ। 

তিনি বলেছেন, গাজা ধীরে ধীরে অঞ্চলের ধনী দেশগুলো দ্বারা পুনর্গঠিত হবে। তিনি বলেন, ‌‘তাদের তৈরি করা গাজার জন্য আশ্চর্যজনক ফল বয়ে আনবে। এ ধরনের উদ্যম আমি আগে দেখিনি।’

ট্রাম্প আরও বলেন, ‘একসময় এই সবকিছু বন্ধ করতে হবে। আমরা তা নিশ্চিত করব।’ তিনি বন্দিদের অবশিষ্ট অংশ ‘সোমবার বা মঙ্গলবার’ ছাড়া হবে বলেও জানান।

ট্রাম্প দাবি করেন, ‘ইরান এখন শান্তিতে কাজ করতে চায়। তারা আমাদের জানিয়েছে এবং সম্পূর্ণরূপে এই শান্তিচুক্তির পক্ষে আছে। তারা মনে করছে, এটি একটি চমৎকার উদ্যোগ।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে এই শান্তিচুক্তি বাস্তবায়নে কাজ করবে।

বিবিসি আরও জানিয়েছে, ট্রাম্প মিশর ও দখলকৃত ফিলিস্তিন সফর করবেন, তবে গাজা ভ্রমণ করবেন না। এদিকে, যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার নতুন করে ইরানের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে সাহায্য করার অভিযোগে ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। 

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের বিদেশী সম্পদ নিয়ন্ত্রণ কার্যালয় (ওএফএসি) এক বিজ্ঞপ্তিতে ৫০-এর বেশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

এতে তিনজন ভারতীয় নাগরিকও রয়েছেন বলে জানানো হয়েছে। ট্রেজারি বিভাগ জানিয়েছে, এটি ইরানের শক্তির রপ্তানি ব্যবস্থার ‘মূল উপাদানগুলো ভেঙে দেওয়ার’ অংশ।

 

 

আয়শা/১০ অক্টোবর ২০২৫,/দুপুর ১:৫০

▎সর্বশেষ

ad