ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

আফগানমন্ত্রীর ভারত সফর ঘিরে কৌতূহল

RAZ CHT | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ - ১১:৪২:৩২ এএম

আর্ন্তজাতিক নিউজ ডেক্সঃ চার বছর আগে ২০২১ সালে আফগানিস্তানের শাসনক্ষমতা দখল করে নিয়েছিল তালেবানরা। তখন তাদের ভয়ে নির্বাচিত সরকার থেকে শুরু করে মার্কিন সেনারাও পালিয়ে গিয়েছিল। এমনকি দীর্ঘ চার বছর ধরে বিশ্ব থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে আফগানিস্তান। কিন্তু এবার আফগানিস্তানের জন্য আস্তে আস্তে দুয়ার খুলতে শুরু করেছে বিশ্ব।

চীন, রাশিয়ার পর এবার ভারতও আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী।এরই অংশ হিসেবে চলতি মাসেই নয়াদিল্লিতে যাচ্ছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তার ওপর থাকা ভ্রমণ নিষেধাজ্ঞা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কমিটি সাময়িকভাবে তুলে নেওয়ার পর মুত্তাকির ভারত সফরের পথ খুলে যায়। এর মধ্য দিয়ে তিনিই হবেন প্রথম কোনো জ্যেষ্ঠ তালেবান কর্মকর্তা যিনি ভারত যাচ্ছেন।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৭ অক্টোবর মস্কো সামিটে যোগ দেবেন মুত্তাকি। এরপর তিনি ভারত সফর করবেন। ওই সামিটে চীন, ভারত, ইরান ও মধ্য এশিয়ার দেশগুলোর প্রতিনিধিরা থাকবেন। এর আগে মুত্তাকির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় ৯ থেকে ১৬ অক্টোবরের ভেতর তার নয়াদিল্লি সফরের রাস্তা তৈরি হয়। খবর রয়টার্সের।

এ সফরে ভারতের সঙ্গে ঠিক কী নিয়ে আলোচনা হবে, তা স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, আমির খান মুত্তাকির সফরের মাধ্যমে উচ্চ পর্যায়ের আলোচনার ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে। অদূর ভবিষ্যতে ভারতের মন্ত্রী পর্যায়ের কেউ আফগানিস্তানে যেতেও পারেন। এখন দুই দেশের মধ্যে কী সমঝোতা বা বিনিময় হবে, তা নিয়েই কৌতূহল।

▎সর্বশেষ

ad