
ডেস্ক নিউজ : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত এই বৈঠক প্রায় পৌনে এক ঘণ্টা ধরে চলে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানিয়েছে, রাত ৮টা ২২ মিনিটে শুরু হওয়া এই বৈঠকে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে ফিলিস্তিন পরিস্থিতি এবং বিশেষ করে গাজা উপত্যকায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে খালেদা জিয়ার এই সাক্ষাৎ রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে।
আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১১:০২