ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

৯০ বছর বেদখলে থাকা জমি বুঝে পেল মুকসুদপুর থানা

RAZ CHT | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ - ১২:৪৮:০৫ পিএম

নিউজ ডেক্সঃ  প্রায় ৯০ বছরেরও অধিক সময় ধরে বেদখল থাকা গোপালগঞ্জের মুকসুদপুর থানার সাড়ে ৭ শতাংশ জমি অবশেষে বুঝে পেয়েছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) থানার জমি অবৈধভাবে দখল করে ব্যক্তিরা জমি ছেড়ে অন্যত্র চলে যায়। পরে বিকেলে মুকসুদপুর থানা পুলিশ তাদের জমি বুঝে পায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯১৭ সালের পর মুকসুদপুর থানার কার্যক্রম শুরু হয়। এর পর থেকে থানার পাশের পরিত্যক্ত জমিতে আশ্রয় নেয় কয়েকটি পরিবার। এক সময় তারা এক একটি করে দোকানপাট গড়ে তোলে ব্যবসা শুরু করে। বেশ কয়েক বছর আগে থেকে থানা কর্তৃপক্ষ কয়েকবার তাদের জমি ছেড়ে দিতে বলে নোটিশ দেয়; কিন্তু বিগত দিনে তারা জমি ছাড়তে গড়িমসি করে।

সম্প্রতি তাদের সঙ্গে মুকসুদপুর থানা পুলিশ আলোচনা করে জমি ছেড়ে দিতে বললে তারা সোমবার দখল করা জমি ছেড়ে অন্যত্র চলে যায়। পরে বিকেলে থানা পুলিশ তাদের বেদখল থাকা সাড়ে ৭ শতাংশ জমি বুঝে পায়। এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, আমরা আমাদের জমি দীর্ঘদিন পরে বুঝে পেয়েছি। তারা থানার জমি দখল করে থাকায় আমরা সার্বক্ষণিক নিরাপত্তা ঝুঁকিতে ছিলাম।

তিনি আরও বলেন, যেহেতু তাদের স্থাপনাটি আমাদের থানার সীমানার কোল ঘেঁষে আছে, যার ফলে সীমানা প্রাচীর তুলতে পারছিলাম না। অবশেষে তারা আমাদের জমি আলোচনার পরিপ্রেক্ষিতে স্বেচ্ছায় ছেড়ে দিয়েছে। এতে করে আমরা ৯০ বছরেরও অধিক সময় পর আমাদের জমি ফেরত পেলাম। 

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/২৩ সেপ্টেম্বর ২০২৫/দুপুরঃ ১২.৪০

▎সর্বশেষ

ad