
স্পোর্টস ডেস্ক : গত আসরের শীর্ষ দুই দল অ্যানফিল্ডে মুখোমুখি হয়েছিলো। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ এক সময় মনে হচ্ছিল ড্রয়ের দিকে যাবে। তবে ৮৩ মিনিটে ডমিনিক সোবোসালাইয়ের অসাধারণ ফ্রি কিক থেকে পাওয়া গোল ম্যাচে ব্যবধান গড়ে দেয়।
এর আগে ম্যাচের পঞ্চম মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন আর্সেনালের ডিফেন্ডার উইলিয়াম সালিবা। এই ফরাসি ডিফেন্ডারের বদলি হিসেবে নামেন চলতি মৌসুমে আর্সেনালের নতুন সাইনিং ক্রিস্টিয়ান মসকুয়েরা। প্রথম হাফে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি কেউ।
দ্বিতীয় হাফে বেশকিছু পরিবর্তন আনে দুই দলই। এবার ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন লিভারপুল ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে। ম্যাচের ৮৩তম মিনিটে জোনসকে ফাউল করায় ফ্রি কিক পায় লিভারপুল। প্রায় ৩০ গজ দূর থেকে নেয়া সোবোসালাইয়ের ফ্রি কিক বারের কোণে লেগে ভিতরে ঢুকে যায়।
আর্সেনালের গোলকিপার রায়া তার সর্বোচ্চ চেষ্টা করেও আটকাতে পারেননি। শেষ পর্যন্ত সেই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা। তিন ম্যাচে ৩ জয়ে টেবিল টপার লিভারপুল। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আর্তেতার আর্সেনাল।
আয়শা/৩১ আগস্ট ২০২৫/রাত ১১:৫৫