ট্রান্সফার ফির রেকর্ড গড়ে নিউক্যাসলে ভল্টামাডা

Anima Rakhi | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ - ১০:৫১:০৮ পিএম

স্পোর্টস ডেস্ক : সুইডিশ স্ট্রাইকার আলেকসান্দার ইসাকের ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তার মাঝে আক্রমণভাগে নতুন খেলোয়াড় যোগ করল নিউক্যাসল ইউনাইটেড। ট্রান্সফার ফির রেকর্ড গড়ে স্টুটগার্ট থেকে ইংলিশ ক্লাবটিতে নাম লেখালেন দীর্ঘদেহী জার্মান ফরোয়ার্ড নিক ভল্টামাডা।

প্রিমিয়ার লিগের দলটি শনিবার এক বিবৃতিতে ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই ফুটবলারকে দলে নেওয়ার কথা জানায়। বিবৃতিতে চুক্তির নির্দিষ্ট মেয়াদ কিংবা ট্রান্সফার ফি উল্লেখ করা হয়নি। ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, চুক্তি ৬ বছরের আর অর্থের অঙ্কটা ৬ কোটি ৯০ লাখ পাউন্ড, যা ক্লাবটির রেকর্ড।

তিন বছর আগে ইসাককে কিনতে নিউক্যাসলের খরচ হয়েছিল ৬ কোটি ৩০ লাখ পাউন্ড। লিভারপুলে যেতে আগ্রহী ইসাককে পেছনে ফেলে ক্লাবটির সবচেয়ে দামি ফুটবলার এখন ২৩ বছর বয়সী ভল্টামাডা।

ভার্ডার ব্রেমেনের একাডেমিতে বেড়ে ওঠা ভল্টামাডা ক্লাবটির মূল দলে সুযোগ পান ২০২০ সালে। ১৭ বছর বয়সে মাঠে নেমে বুন্ডেসলিগায় দলটির সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়ে যান তিনি। গত বছর তিনি যোগ দেন স্টুটগার্টে। দলটির হয়ে মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ ম্যাচে গোল করেন ১৭টি।

কুইকটিভি/অনিমা/৩১ আগস্ট ২০২৫/রাত ১০:৫১

▎সর্বশেষ

ad