
আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি অবরোধ ভাঙতে স্পেনের বার্সেলোনা থেকে রোববার নৌ অভিযান ‘ফামিলিয়া’ যাত্রা শুরু করেছে। এই অভিযানের মূল লক্ষ্য হলো ‘গাজার ওপর ইসরাইলের অবৈধ অবরোধ ভাঙা’।
নৌ অভিযানের আগে সুইডিশ কর্মী ও পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ ইসরাইলের ফিলিস্তিন নিধন নীতি তীব্র সমালোচনা করেছেন।
তিনি বলেন, ‘ইসরাইল স্পষ্টভাবে ফিলিস্তিন জাতিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। তারা গাজা অঞ্চলে দখল করার পরিকল্পনা করছে। রাজনৈতিক ও সরকারি কর্তারা আন্তর্জাতিক আইন পালন করতে ব্যর্থ হচ্ছেন।’
বার্সেলোনায় থাকা ফিলিস্তিনি কর্মী সাইফ আবুকেশেক বলেন, ‘ফিলিস্তিনিদের মৃত্যু নিশ্চিত করার জন্য একটি সরকার খাবারের অভাব সৃষ্টি করছে। প্রতিদিন শিশু, পরিবার এবং শিক্ষাপ্রতিষ্ঠান বোমাবর্ষণের মাধ্যমে ফিলিস্তিনিদের হত্যা করার চেষ্টা করা হচ্ছে।’
নৌ অভিযানটি শুরু হয়েছে এমন সময় যখন জাতিসংঘ গাজায় ক্ষুধার্ত পরিস্থিতি ঘোষণা করেছে। ইসরাইল গাজা শহর দখল এবং প্রায় এক মিলিয়ন ফিলিস্তিনিকে জোরপূর্বক স্থানান্তর করার পরিকল্পনা জোরদার করছে।
ইসরাইলি বাহিনীর অপহরণের কবলে গ্রেটা থুনবার্গের গাজামুখী জাহাজ
গ্লোবাল সুমুদ নৌ অভিযান একটি স্বাধীন উদ্যোগ, কোনও সরকার বা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। অভিযানে ৪৪টি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন এবং গ্রীস, ইতালি ও টিউনিসিয়ার অন্যান্য বন্দর থেকে আরও নৌকা যুক্ত হবে।
অভিযানটি মধ্য সেপ্টেম্বরের মধ্যে গাজার বন্দরে পৌঁছানোর আশা করা হচ্ছে। অভিযানে অংশ নেবেন বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা, ইউরোপীয় সংসদ সদস্য এবং জনসাধারণের পরিচিত ব্যক্তিত্ব।
পর্তুগিজ বামপন্থি সংসদ সদস্য মারিয়ানা মর্টাগুয়া বলেন, ‘এই অভিযান আন্তর্জাতিক আইনের আওতায় বৈধ।’
এর আগে জুনে ১২ জন সক্রিয়কর্মীকে মাডলিন নৌকায় গাজায় যাওয়ার চেষ্টা করা হলে ইসরাইলের নৌসেনারা আটক করে এবং বহিষ্কার করে। জুলাই মাসে আরও ২১ জনকে হান্দালা নৌকায় আটক করা হয়।
নৌ অভিযানটির অন্যতম উদ্যোক্তা ইয়াসেমিন আকর বলেছেন, ‘আমরা পূর্বে মাদলিন ও হান্দালা নৌকায় গিয়েছিলাম, তবে ইসরাইল তা আটক করেছে। তবে আমরা ঘোষণা করেছি, আমরা আবার ফিরে আসব।’
দোহা ইনস্টিটিউটের মোহাম্মদ এলমাসরি আল জাজিরাকে বলেছেন, ‘এই নৌ অভিযান একটি প্রতীকী প্রতিরোধ, যা আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করবে। যদিও শেষ পর্যন্ত ইসরাইল নৌকাগুলো আটক বা ফিরিয়ে দিতে পারে, তবে ক্ষুধা দূর করতে সরকারগুলোকে তাদের দায়িত্ব পালন করতে হবে।’
আয়শা/৩১ আগস্ট ২০২৫/রাত ১০:৩২