
স্পোর্টস ডেস্ক : রোববার (৩১ আগস্ট) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ বিষয়ে কথা বলেন।
তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচন আয়োজিত হওয়ার আগ পর্যন্ত দেশের জনগণ শঙ্কামুক্ত নয়। পরিস্থিতি সামাল দিতে অন্তবর্তী সরকার ব্যর্থ হলে দেশের অপশক্তি দেশের পরিস্থিতি আরো জটিল করে তুলছে, তুলবে।
এ সময় তিনি বিএনপির নিহত ও জুলাই আন্দোলনে শহীদ নেতাকর্মীদের স্মরণ করেন। তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, যেন বিএনপি লক্ষ্যচ্যুত না হয়।
নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে মব ভায়োলেন্সকে প্রশ্রয় না দেয়ার আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, পুথিগত সংস্কারের চেয়ে জনগণের গণতান্ত্রিক মুক্তি বেশি গুরত্বপূর্ণ।
একই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। আর বিএনপিই একমাত্র দল যারা বাংলাদেশকে রক্ষা করতে পারে।
এ সময় দলটির দেয়া ৩১ দফার সংস্কার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামো পরিবর্তন সম্ভব হবে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে।
আয়শা/৩১ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৫০