
স্পোর্টস ডেস্ক : শক্তিমত্তার দিক থেকে নেদারল্যান্ডসের চেয়ে ঢের এগিয়ে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে গতকাল মাঠের পারফরম্যান্সেও সেটারই ছাপ দেখা গেল। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দাপট দেখিয়ে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছিল টাইগাররা। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে লিটন দাসের দল।
এই জয়ে অলরাউন্ড পারফর্ম করে অবদান রেখেছেন দুই বছর পর জাতীয় দলে ফেরা সাইফ হাসান। বল হাতে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও করেন ৩৬ রান। এমন পারফরম্যান্সের পর আলোচনায় এই ব্যাটিং অলরাউন্ডার। সিলেটে আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ। তার আগে আজ রোববার সংবাদ সম্মেলনে আসেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
সেখানে সাইফকে নিয়ে কোচ সালাহউদ্দিন বলেন, ‘আপনাদের আগেও অনুরোধ করেছি, কাউকে খুব তাড়াতাড়ি আকাশে তুলে দেবেন না, খুব তাড়াতাড়ি নিচে নামিয়েও দেবেন না। ভালো খেলেছে, প্রত্যাবর্তন করেছে, এট শক্ত মানসিকতার পরিচয়।’‘যেকোনো মানুষ যখন ব্যাকফুটে চলে যায়, সেখান থেকে সবাই বেরিয়ে আসতে পারে না। যেহেতু ওর সঙ্গে একটা তকমা ছিল- টেস্ট স্পেশালিস্ট, সাদা বলের খেলোয়াড়, সেখান থেকে বেরিয়ে এসে যে চরিত্র দেখিয়েছে, এটা আসলে সবার ভেতর থাকে না।’-যোগ করেন তিনি।
ধৈর্যেরই সুফল পাচ্ছেন সাইফ বলে মনে করেন সালাহউদ্দিন, ‘উন্নতি তো সব সময় করতে হবে। কিন্তু তার চেষ্টা ছিল, সে নিজেকে অন্য জায়গায় নিজেকে দেখতে চেয়েছে। আন্তর্জাতিক প্রথম ৬-৭ ম্যাচে সে ব্যর্থ হয়েছে। সেখান থেকে মানসিভাবে আবার ঘুরে দাঁড়ানো এটা আসলে কঠিন কাজ। সে ধৈর্য ধরেছে। একজন মানুষ কত দিন ধৈর্য ধরে। সে গত ৪-৫ বছর ধরেছে। এ সুফল এখন সে পাচ্ছে, ভবিষ্যতে হয়তো আরও ভালো করবে।’
কিউএনবি/আয়শা/৩১ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৩৩